অটোতে বিদেশি তরুণী উঠায় খুশিতে আত্মহারা চালকের কাণ্ড
গন্তব্যে যাওয়ার জন্য মাঝরাস্তা থেকে অটো ভাড়া করেন দুই বিদেশি তরুণী। তারা অটোয় বসতেই আনন্দে আত্মহারা হয়ে যান চালক। দুই বিদেশি তরুণী যে তার অটোতে উঠেছেন, সেই আনন্দে বন্ধুকে ভিডিও কল দেন তিনি।
এরপর ফোনের ক্যামেরা তরুণীদের দিকে ঘুরিয়ে দেন অটোচালক। তিনি যে সত্যি কথা বলছেন, তার প্রমাণ দিতে বন্ধুকে বিদেশিনিদের চেহারা দেখান। অটোচালকের এই কাণ্ড দেখে অবাক হয়ে যান দুই তরুণী।
আলোচিত এই ঘটনা ঘটেছে ভারতের দিল্লিতে। ইতোমধ্যে এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
ভিডিওতে দেখা যায়- দুই তরুণী অটোয় উঠেছেন। এতে আনন্দে আত্মহারা চালক। আনন্দ ধরে রাখতে না পেরে বন্ধুকে ভিডিও কল করে বসেন তিনি। হাসিমুখে বন্ধুকে জানান, দুই বিদেশিনি তার অটোয় উঠেছেন। প্রমাণ দেওয়ার জন্য ফোনের ক্যামেরা তরুণীদের দিকে ঘুরিয়ে দেন।
তখন অটোয় বসে থাকা এক তরুণী অটোচালকের এই আচরণ ক্যামেরাবন্দি করেন। তরুণীর দাবি, তিনি বার বার অটোচালককে ভিডিও কল কেটে দেওয়ার অনুরোধ করছিলেন। কিন্তু অটোচালক তার কোনো কথাই বুঝতে পারছিলেন না।
ভিডিওটি ইন্সটাগ্রামে শেয়ার করে ওই তরুণী লিখেছেন- তারা অটোচালককে দু’বার ভিডিও বন্ধ করতে বলেছিলেন। কিন্তু অটোচালক হয় তো তাদের কথা বুঝতে পারেননি। ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর অটোচালকের এমন আচরণের তীব্র সমালোচনা করেছেন নেটিজেনরা।
বিস্তারিত দেখুন ভিডিওতে...

20 hours ago
8









English (US) ·