অনলাইন জুয়া ও ভিসা প্রতারণায় দুই ভাই গ্রেপ্তার

1 hour ago 4

নীলফামারীর সৈয়দপুরে অনলাইনে জুয়া ও ভিসা প্রতারণায় আপন দুই ভাইকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে উপজেলার বাঙ্গালীপুর ইউপির লক্ষনপুর পঞ্চায়েতপাড়া থেকে তাদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃতরা হলেন— উপজেলার বাঙ্গালীপুর ইউপির লক্ষণপুর পঞ্চায়েতপাড়া এলাকার আতাউর রহমান ওরফে আতিকের ছেলে মো. ইমন হোসেন (২০) ও মো. লিমন হোসেন (২৯)।

নীলফামারী জেলা গোয়েন্দা পুলিশ সূত্র জানায়, জেলা গোয়েন্দা নীলফামারীর একটি অভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এদিন সকালে ওই এলাকায় অভিযান চালায়। অভিযানে অভিযুক্তদের আপন দুই ভাইকে তাদের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় দুজনের কাছ থেকে ৩টি মোবাইল ফোন ও একটি ল্যাপটপ উদ্ধার করে জব্দ করা হয়।

এ বিষয়ে নীলফামারী জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. আকতার হোসেন কালবেলাকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়েছে। তাদের জব্দ মোবাইল ফোন পর্যালোচনায় ভিসা প্রতারণা ও অনলাইনে জুয়া খেলার অ্যাপসসহ বিভিন্ন প্রমাণ পাওয়া যায়।

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা ভিসা প্রতারণাসহ অনলাইনে জুয়া খেলার কথা স্বীকার করেছেন। পরে সৈয়দপুর থানায় সাইবার সুরক্ষা আইনে মামলা করে আসামিকে নীলফামারী আদালতে প্রেরণ করা হয়েছে।

Read Entire Article