অফিসিয়াল আদেশ ছাড়াই সচিবালয়ে সাংবাদিক প্রবেশ বন্ধ

5 months ago 12

সরকারি কর্মচারীদের আন্দোলনের মধ্যেই মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার রুদ্ধ করা হয়েছে। সকাল থেকেই পেশাগত দায়িত্ব পালন করতে আসা সাংবাদিকদের সচিবালয়ের গেট থেকে ফিরিয়ে দেওয়া হয়েছে।

ভেতরে আন্দোলন হচ্ছে, এ অবস্থায় বাইরে রোদে দাঁড়িয়ে থাকতে হচ্ছে সাংবাদিকদের। ভেতরে প্রবেশ করতে পারছেন না তারা।

এ বিষয়ে সচিবালয় থেকে কোনো অফিসিয়াল আদেশ না দিলেও কর্তব্যরত পুলিশ প্রথমে জানায়, দুপুর ১২টায় ঢুকতে দেবে। অথচ এ রিপোর্ট লেখা পর্যন্ত দুপুর সাড়ে ১২টায় পাস থাকা সত্ত্বেও সাংবাদিককের কাউকে সচিবালয়ে ঢুকতে দেওয়া হয়নি।

অফিসিয়াল আদেশ ছাড়াই সচিবালয়ে সাংবাদিক প্রবেশ বন্ধ

এদিকে সোমবার (২৬ মে) এক বিজ্ঞপ্তির মাধ্যমে সচিবালের দর্শনার্থী প্রবেশ বন্ধ করা হয়েছিল।

এসইউজে/ইএ/জিকেএস

Read Entire Article