অবৈধভাবে জন্মনিবন্ধন করায় ইউপি চেয়ারম্যান বরখাস্ত

9 hours ago 6
কুড়িগ্রামের রৌমারী উপজেলার চরশৌলমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একেএইচ এম সাইদুর রহমানকে বরখাস্ত করা হয়েছে। সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যায় রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল কুমার হালদার কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গত ২৭ অক্টোবর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ, ইউপি-১ শাখার উপসচিব মো. নুরে আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। গত বছর একই অভিযোগ প্রমাণিত হওয়ার পর কুড়িগ্রাম জেলা প্রশাসক নুসরাত সুলতানা স্বাক্ষরিত এক অফিস আদেশে প্রশাসনিক কর্মকর্তা (ইউপি সচিব) মিনারুল হককে বরখাস্ত করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, কুড়িগ্রামের রৌমারী উপজেলার চরশৌলমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একেএইচএম সাইদুর রহমানের বিরুদ্ধে অবৈধভাবে জন্মনিবন্ধন সৃজনের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় জেলা প্রশাসক, কুড়িগ্রাম প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ করেছেন। প্রজ্ঞাপনে আরও উল্লেখ করেছেন, বিরুদ্ধে উল্লেখিত অভিযোগে তার দ্বারা ইউনিয়ন পরিষদের ক্ষমতা প্রয়োগ প্রশাসনিক দৃষ্টিকোণে নয় মর্মে সরকার মনে করে। তাই উপজেলার চরশৌলমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একেএইচএম সাইদুর রহমান কর্তৃক সংঘটিত অপরাধমূলক কার্যক্রম ইউনিয়ন পরিষদসহ জনস্বার্থে পরিপন্থি বিবেচনায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইনে চেয়ারম্যানকে স্বীয় পদ হতে সাময়িক বরখাস্ত করা হলো। এ আদেশ যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে জনস্বার্থে জারি করা হলো এবং তা অবিলম্বে কার্যকর হবে। চরশৌলমারী ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান একেএইচএম সাইদুর রহমান কালবেলাকে বলেন, আমাকে বরখাস্ত করা হয়েছে এমন কোনো প্রজ্ঞাপন আমি হাতে পায়নি। উল্লেখ্য, জন্মনিবন্ধন আইডি, মোবাইল নম্বর ও পাসওয়ার্ড পরিবর্তন করে অবৈধভাবে ২০২৪ সালের ১৫ থেকে ২০ অক্টোবর পর্যন্ত ৪৫০ থেকে ৪৬০ জনের জন্মনিবন্ধন সনদ তৈরি করেন ইউপি সচিব মিনারুল হক। পরে একই অভিযোগ উঠে চেয়ারম্যান একেএইচ এম সাইদুর রহমানের বিরুদ্ধে। সেই সময় তাদেরকে শনাক্ত করতে পারেননি ইউপি সদস্য, গ্রাম পুলিশ ও এলাকার জনগণ।
Read Entire Article