অস্ত্র ও গোলাবারুদসহ গ্রেপ্তার ৮

16 hours ago 4

নরসিংদীর রায়পুরা উপজেলার বিভিন্ন এলাকায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১১ এর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ দেশি-বিদেশি অস্ত্র ও গোলাবারুদসহ আটজনকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (১ নভেম্বর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে নারায়ণগঞ্জ আদমজীনগর র‌্যাব-১১ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এএইচএম সাজ্জাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার আটজন হলেন- রায়পুরা উপজেলার সায়দাবাদ গ্রামের ডালিম মিয়ার ছেলে মো. শফিক মিয়া (৩২), হাজি সামছুল মিয়ার ছেলে মো. মোস্তফা (৩৮), মো. দুলাল মিয়ার ছেলে জাহিদ হাসান (১৭), মহাজুদ্দিনের ছেলে আয়নাল (৩৮), মো. জাকের হোসেনের ছেলে মহিউদ্দিন হৃদয় (২২), আলী হোসেনের ছেলে মো. বাচ্চু মিয়া (৬২), আ. সামাদ টুকু মিয়ার ছেলে কালু মিয়া (৬৯) ও খলিল রহমানের ছেলে মো. বাছেদ (৪০)। সবার নামেই থানায় হত্যাসহ একাধিক মামলা রয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, শনিবার ভোরে রায়পুরা উপজেলার সামাজিক বিরোধ ও সংঘর্ষের পরিপ্রেক্ষিতে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে র‌্যাব-১১ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে শ্রীনগর ইউনিয়নের বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে দুটি বিদেশি পিস্তল, পাঁচটি একনলা বন্দুক, একটি দোনলা বন্দুক, দুটি এলজি, একটি পাইপগান, তিনটি ম্যাগাজিন ও ৩৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ সময় আটজনকে গ্রেপ্তার করা হয়েছে।

Read Entire Article