অস্ত্র-গুলিসহ দুলাভাই বাহিনীর সদস্য গ্রেপ্তার

21 hours ago 10
সুন্দরবনের কুখ্যাত ডাকাত দুলাভাই বাহিনীর এক সদস্যকে অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।  বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক। কোস্ট গার্ড সূত্র জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, দুলাভাই বাহিনীর সদস্যরা ডাকাতির প্রস্তুতি নিয়ে খুলনার দাকোপ থানার অন্তর্গত সুন্দরবনের কুমড়োকাঠি খালসংলগ্ন এলাকায় অবস্থান করছে। পরে মোংলা কোস্ট গার্ড বেইসের একটি বিশেষ দল বৃহস্পতিবার সকাল ৬টায় সেখানে অভিযান চালায়। অভিযানকালে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা বনের ভেতরে পালানোর চেষ্টা করলে ধাওয়া করে একনলা বন্দুক, তিন রাউন্ড তাজা কার্তুজ ও সাত রাউন্ড ফাঁকা কার্তুজসহ দুলাভাই বাহিনীর এক সদস্যকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তির নাম কামরুল সরদার (৫৫)। তার বাড়ি সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান, দীর্ঘদিন ধরে দুলাভাই বাহিনীর সঙ্গে থেকে সুন্দরবনের বিভিন্ন এলাকায় ডাকাতি করে আসছিলেন। কোস্ট গার্ড জানায়, আটককৃত কামরুল সরদার ও জব্দ করা অস্ত্র-গোলাবারুদের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Read Entire Article