অস্ত্রসহ আ.লীগের তিন নেতা গ্রেপ্তার

2 hours ago 5
চট্টগ্রামের বোয়ালখালীতে অস্ত্রসহ আওয়ামী লীগের তিন কর্মীকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। বুধবার (১২ নভেম্বর) রাতে গোপন তথ্যের ভিত্তিতে কধুরখীল ইউনিয়নের জামতলা এলাকা থেকে অ্যাডহক ৪৮ এয়ার ডিফেন্স রেজিমেন্টের নিয়ন্ত্রণাধীন বোয়ালখালী আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন শেখ আবরার ফাইয়াজ বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন নুরল আমিন (৪৬) এবং মোহাম্মদ আবু নাসের জিলানী (৫২) ও মোহাম্মদ শাহাদাত হোসেন (৪২)। এ সময় তাদের কাছ থেকে ১টি শটগান, ৪টি ককটেল বিস্ফোরক, ১টি শটগান অ্যামোনিশান, ৪টি মোবাইল ফোন ও নগদ ৮৯ হাজার ২০ টাকা জব্দ করা হয়।   বোয়ালখালী আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন শেখ আবরার ফাইয়াজ বলেন, গ্রেপ্তারকৃত নুরুল আমিনের বিরুদ্ধে সিকদারিয়া স্কুলে বিগত সময়ের সব জাতীয় নির্বাচনে অস্ত্রবাজি করে ভোটকেন্দ্র দখল, চাঁদাবাজি, দখলবাজি এবং ২০১৫ সালের ১৫ জানুয়ারি চৌধুরীহাটে অবস্থিত সৌখিন সিটি মার্কেটে সশস্ত্র গোলাগুলির মাধ্যমে দখলের মতো অভিযোগ রয়েছে। বিগত কয়েক দিন ধরে গ্রেপ্তারকৃত সবাই এ খামারে আগামী ১৩ নভেম্বরকে কেন্দ্র করে নাশকতার পরিকল্পনা করছিলেন।  তিনি বলেন, জব্দকৃত মালামালসহ তাদের সুস্থ অবস্থায় পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য বোয়ালখালী থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়। সন্ত্রাস, মাদক, ছিনতাই, চাঁদাবাজিসহ সব ধরনের সামাজিক অনাচার ও অপরাধমূলক কার্যক্রম বন্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
Read Entire Article