আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে জাতীয় নাগনিক পার্টির (এনসিপি) সমাবেশে প্রচণ্ড রোদের কারণে সমাবেশস্থল গরমে অতিষ্ঠ হয়ে উঠেন আন্দোলনকারীরা। পরে সমাবেশস্থলের পরিবেশ ঠান্ডা রাখতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) স্প্রে কেনন বিশেষ গাড়ির মাধ্যমে পানি ছিটানো হয়। যেই বিষয়টি ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
এরপরই এ বিষয়ে জানানো হলো ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে। ডিএনসিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার (০৯ মে) রাজধানীর হোটেল ইন্টার কন্টিনেন্টালের সামনে আয়োজিত সমাবেশে স্প্রে ভেহিকেল ব্যবহার করায় সরকার পক্ষপাতমূলক আচরণ করছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে যে প্রচারণা চলছে তা বিভ্রান্তিকর।
সেই বিজ্ঞপ্ততিতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ জানিয়েছেন, যেহেতু ঢাকায় গত কয়েকদিন ধরে হিট ওয়েভ চলছে সেহেতু যেখানেই অতিরিক্ত মানুষের সমাগম ঘটছে সেখানেই ওয়াটার স্প্রের ব্যবস্থা করছে ডিএনসিসি। গরমের তীব্রতা কমাতে শুধু সমাবেশস্থল নয় বিভিন্ন বাজার এলাকা এবং টার্মিনাল এলাকাতেও এ স্প্রে ভেহিকেল ব্যবহার করা হচ্ছে।
সম্প্রতি যখন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দেশে ফিরেছেন তখন অপেক্ষমাণ নেতাকর্মীদের ওপর এই স্প্রে ভেহিকেল ব্যবহার করে পানি ছিটানো হয়েছিল বলেও জানিয়েন ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ।
তিনি বলেন, ফ্রি প্যালেস্টাইন নিয়ে যে সমাবেশগুলো হয়েছে তখনও এই ভেহিকেলটি ব্যবহার হয়েছে। মূলত হিট ওয়েভ থাকা অবস্থায় নাগরিকদের স্বাস্থ্যের কথা মাথায় রেখেই এই ভেহিকেলটি ব্যবহার হয়। ওই জমায়েত রাজনৈতিক না অরাজনৈতিক তা সিটি কর্পোরেশনের জন্য গুরুত্বপূর্ণ বিষয় নয়।

5 months ago
82









English (US) ·