আ.লীগ নেতার ব্যবসা প্রতিষ্ঠানে পড়ে ছিল ৯ রাউন্ড গুলির খোসা

1 hour ago 7

যশোরের মনিরামপুরে আওয়ামী লীগ নেতার পরিত্যক্ত ব্যবসা প্রতিষ্ঠান থেকে ৯ রাউন্ড গুলির খোসা উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১২ নভেম্বর) দুপুর সাড়ে ৩টার দিকে উপজেলার কাশিমনগর ইউনিয়নের বাবর আলীর মোড় নামক স্থান থেকে এগুলো উদ্ধার করা হয়। 

বিষয়টি নিশ্চিত করেছেন মনিরামপুর থানা অফিসার ইনচার্জ বাবলুর রহমান খান। 

জানা যায়, কাশিমনগরের বাবুর আলীর মোড়ে ইন্টারনেট সংযোগ দিতে যান জনৈক শাকিল হোসেন নামে এক ব্যক্তি। সেখানে ইন্তাজ আলীর চায়ের দোকানের দক্ষিণ পাশে বাইরে কাঠের নিচে মাটিতে গুলি পড়ে থাকতে দেখেন। তাৎক্ষণিক বিষয়টি স্থানীয় মেম্বারসহ আশপাশের লোকজনকে জানানো হয়।

ইউপি সদস্য শফিয়ার রহমান জানান, ৯ রাউন্ড গুলি পড়ে থাকতে দেখে থানা পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ সেগুলো উদ্ধার করে থানায় নিয়ে যায়।

সূত্র জানায়, পরিত্যক্ত ওই চায়ের দোকানটি কাশিমনগর ইউনিয়নের শিরালী মদনপুর ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইন্তাজ আলীর। তিনি ৫ আগস্টের পর থেকে পলাতক রয়েছেন।

Read Entire Article