বাংলাদেশ সুপ্রিম কোর্ট উভয় বিভাগে মামলার শুনানিতে আইনজীবীদের জন্য গাউন পরিধানের আবশ্যকতা শিথিল করে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আগামী ১৬ নভেম্বর থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে।
সুপ্রিম কোর্ট প্রশাসন জানায়, এখন থেকে আদালতে কালো গাউন পরিধান করবেন আইনজীবী ও বিচারকরা। মঙ্গলবার (১১ নভেম্বর) রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকীর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সুপ্রিম কোর্টের উভয় বিভাগে মামলা শুনানির সময় আইনজীবীদের গাউন পরিধানের আবশ্যকতা শিথিল করা হয়েছে। চলতি বছরের ২৫ মার্চ জারি করা বিজ্ঞপ্তিতে (নম্বর ১৬৫) অনুযায়ী এ নিয়ম কার্যকর ছিল, যা এখন থেকে বাতিল করা হলো।
The Supreme Court of Bangladesh (Appellate Division) Rules, 1988 এবং Supreme court of Bangladesh (High Court Division) Rules, 1973 এ পরিধেয় পোশাক বিষয়ে থাকা সংশ্লিষ্ট বিধানাবলি অনুসরণ করে বিজ্ঞ আইনজীবীদের সুপ্রিম কোর্টের উভয় বিভাগে মামলা শুনানিতে অংশ নেবেন। এ নির্দেশনা ১৬ নভেম্বর, হতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে।
এফএইচ/এমএএইচ/জিকেএস

1 hour ago
5









English (US) ·