আইসিসি থেকে সুখবর পেলেন তানজিদ
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ দলের পারফরম্যান্স হতাশাজনক হলেও ব্যক্তিগত উজ্জ্বলতায় নজর কেড়েছেন তানজিদ হাসান তামিম। ব্যাট হাতে ধারাবাহিক পারফরম্যান্সের পুরস্কার হিসেবে আইসিসির সর্বশেষ টি–টোয়েন্টি র্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছেন এই তরুণ ওপেনার। ২০ ধাপ এগিয়ে এখন তিনি ব্যাটসম্যানদের তালিকায় ১৭তম স্থানে।
ক্যারিবীয়দের বিপক্ষে প্রথম ম্যাচে মাত্র ১৫ রানে থেমে গেলেও পরের দুই ম্যাচে ৬১ ও ৮৯ রানের ইনিংস খেলে দারুণভাবে ঘুরে দাঁড়ান তানজিদ। সিরিজে দলের হোয়াইটওয়াশ এড়াতে না পারলেও তার ব্যাটিং চোখে পড়েছে ক্রিকেট দুনিয়ার। এখন ৬৩৬ রেটিং পয়েন্ট নিয়ে টাইগারদের মধ্যে তিনি সর্বোচ্চ স্থানে অবস্থান করছেন।
তানজিদের উন্নতির বিপরীতে সাইফ হাসান হারিয়েছেন নয় ধাপ, নেমে গেছেন ২৯ নম্বরে। অন্যদিকে বাংলাদেশকে ৩–০ ব্যবধানে হারানো ওয়েস্ট ইন্ডিজ ব্যাটারদের র্যাঙ্কিংয়ে দেখা গেছে বিশাল উন্নতি। আকিম আগুস্তে ১০২ ধাপ লাফিয়ে উঠেছেন ৮৩তম স্থানে, আলিক অ্যাথানেজ ৩২ ধাপ এগিয়ে ৮৪তম, আমির জাঙ্গু ২৭ ধাপ এগিয়ে ৮৭তম এবং রোস্টন চেইজ ২৮ ধাপ উন্নতি করে রয়েছেন ৭৮ নম্বরে। ক্যারিবীয় অধিনায়ক শাই হোপ ২ ধাপ এগিয়ে এখন ১২তম স্থানে। ব্যাটারদের তালিকায় শীর্ষে রয়েছেন ভারতের অভিষেক শর্মা।
শুধু ব্যাটিং নয়, বোলিংয়েও এসেছে ইতিবাচক খবর। শেখ মেহেদী হাসান ছয় ধাপ এগিয়ে এখন ১৭তম স্থানে, তানজিম হাসান সাকিব তিন ধাপ এগিয়ে ৩৪ নম্বরে। তবে মোস্তাফিজুর রহমান এক ধাপ পিছিয়ে নেমে গেছেন ১২তম স্থানে। ওয়েস্ট ইন্ডিজের জেসন হোল্ডার ৯ ধাপ এগিয়ে ২৩তম স্থানে, রোস্টন চেইজ ১৩ ধাপ এগিয়ে ৩৮তম এবং হ্যাটট্রিক করা রোমারিও শেফার্ড ১০ ধাপ লাফিয়ে উঠেছেন ৬৩তম অবস্থানে। বোলারদের তালিকায় শীর্ষে আছেন ভারতের বরুণ চক্রবর্তী।
অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে শীর্ষে অবস্থান ধরে রেখেছেন পাকিস্তানের সাইম আয়ুব। এ তালিকায় বাংলাদেশের সেরা অবস্থানটা শেখ মেহেদী হাসানের—বর্তমানে তিনি ৪৩তম স্থানে আছেন।
তিন ম্যাচের সিরিজ হোয়াইটওয়াশে শেষ হলেও তানজিদ তামিমের এই উন্নতি প্রমাণ করেছে, পরাজয়ের ভেতরেও আলোর রেখা থাকে—বিশেষ করে যখন তরুণ ক্রিকেটাররা নিজেদের উন্নতির গল্পটা র্যাঙ্কিংয়েও লিখে ফেলতে পারেন।

5 hours ago
7









English (US) ·