আগের নীতিমালা বহাল রাখার দাবিতে সার ব্যবসায়ীদের সংবাদ সম্মেলন

2 hours ago 4

সার ডিলার নিয়োগ ও সার বিতরণ সংক্রান্ত সমন্বিত নীতিমালা-২০২৫ বাতিল করে ২০০৯ সালের নীতিমালা বহালের দাবি জানিয়েছেন যশোরে বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন (বিএফএ) খুলনা ও বরিশাল বিভাগের সার ব্যবসায়ীরা।

বুধবার (৫ নভেম্বর) দুপুরে প্রেসক্লাব যশোরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বিএফএ যশোর জেলার সভাপতি আলহাজ শাহজালাল হোসেন। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক ও প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুনসহ জেলা ইউনিটের নেতারা।

বক্তারা বলেন, ১৯৯৫ সালে ডিলারশিপ প্রথা চালুর পর থেকে সারা দেশের উপজেলা পর্যায়ে সার বিতরণ কার্যক্রম অত্যন্ত সফলভাবে পরিচালিত হয়ে আসছে। বর্তমানে বিসিআইসির ৫৬০০ এবং বিএডিসির ৫২০০ ডিলারসহ মোট প্রায় ১০৮০০ ডিলার ও ৪৫ হাজার খুচরা বিক্রেতা কৃষক পর্যায়ে সরকারি নির্ধারিত মূল্যে সার সরবরাহ করছেন। এতে কোনোভাবেই সিন্ডিকেট বা বাজার কারসাজির সুযোগ নেই।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০০৯ সালের নীতিমালার আওতায় গড়ে ওঠা সার বিতরণ ব্যবস্থা বিগত ৩০ বছরে একটি স্থিতিশীল ব্যবসায়িক চেইনে পরিণত হয়েছে। নতুন নীতিমালা কার্যকর হলে বহু পুরোনো ও অভিজ্ঞ ডিলার ক্ষতিগ্রস্ত হবেন। অনেকেই দেউলিয়া হয়ে পড়বেন এবং সার বিতরণ ব্যবস্থায় অস্থিরতা তৈরি হবে।

বক্তারা অভিযোগ করেন, ২০২৫ সালের নীতিমালায় ইউনিয়নভিত্তিক তিনজন নতুন ডিলার নিয়োগের প্রস্তাব বাস্তবসম্মত নয়। এতে প্রতিটি ইউনিয়নের সারের বরাদ্দ তিনভাগে বিভক্ত হবে এবং নতুন করে গুদাম ও বিক্রয়কেন্দ্র স্থাপনে বিপুল ব্যয় বৃদ্ধি পাবে। ফলে ব্যবসা নিরুৎসাহিত হবে এবং মাঠপর্যায়ে সার সরবরাহে জটিলতা দেখা দেবে।

বিএফএ নেতারা আরও বলেন, বর্তমান ডিলাররা দীর্ঘদিন ধরে বিপুল অংকের নিরাপত্তা জামানত জমা দিয়ে প্রতিমাসে ৩০ থেকে ৬০ লাখ টাকা বিনিয়োগ করে ব্যবসা পরিচালনা করছেন। তারা কৃষক ও খুচরা বিক্রেতাদের সঙ্গে পারস্পরিক আস্থার সম্পর্ক গড়ে তুলেছেন, যা একদিনে পরিবর্তন করা সম্ভব নয়।

সংবাদ সম্মেলনে ডিলারদের পরিবহন খরচ ও বিক্রয় কমিশন বাড়ানোর দাবিও তোলা হয়। বক্তারা জানান, ২০০৮ সালের পর থেকে জ্বালানি, গুদাম ভাড়া ও ব্যাংক সুদসহ বিভিন্ন খরচ বেড়েছে কিন্তু কমিশন বাড়ানো হয়নি। ফলে ডিলাররা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এছাড়া কৃষক পর্যায়ে ভর্তুকিযুক্ত সারের ওপর কোনো প্রকার আগাম কর আরোপ না করার আহ্বানও জানান তারা।

সংবাদ সম্মেলনে সংগঠনের পক্ষ থেকে চার দফা দাবি উপস্থাপন করা হয়। এগুলো হলো ২০০৯ সালের নীতিমালা বহাল রাখা, বিসিআইসি ডিলারদের কমিশন বৃদ্ধি, জেলার প্রকৃত চাহিদা অনুযায়ী সার সরবরাহ নিশ্চিত করা এবং বেসরকারি পর্যায়ে ৮০ শতাংশ ও বিএডিসির মাধ্যমে ২০ শতাংশ নন-ইউরিয়া সার আমদানির ব্যবস্থা গ্রহণ।

বক্তারা সতর্ক করে বলেন, ভুল সিদ্ধান্তে মাঠপর্যায়ে সার সরবরাহ অস্থিতিশীল হলে কৃষি উৎপাদন ব্যাহত হবে, যার দায় সরকারকেই নিতে হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের চেয়ারম্যান ফাইজুর রহমান বকুল, খুলনার সভাপতি গাজী আবুল কালাম, ঝিনাইদহের সভাপতি জাহাঙ্গীর আলম, নড়াইলের সভাপতি মো. হাসান, বাগেরহাটের সাধারণ সম্পাদক বেগ মাহফুজুর রহমান, কুষ্টিয়ার সভাপতি খন্দকার আব্দুল গাফফার, মাগুরার সভাপতি শফিকুল ইসলাম, ইসলাম সার আমদানি কারক কামরুজ্জামান, ব্যবসায়ী রেজাউল করিমসহ খুলনা ও বরিশাল বিভাগের ১৬ জেলার সার ব্যবসায়ী ও সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদকরা।

মিলন রহমান/এসআর

 

 

Read Entire Article