পাত্র দেখে পাত্রীর মা বেহুঁশ!
পাত্রপক্ষ মেয়ে দেখতে এসেছে। তাদের মধ্যে অনেক কথা হচ্ছে। পাত্রীর মা পাত্রকে জিজ্ঞাসা করছেন—
পাত্রীর মা: তুমি কী কাজ করো বাবা?
পাত্র: আমি পাইলট।
পাত্রীর মা: কোন বিমানের পাইলট তুমি?
পাত্র: বিয়ে বাড়িতে রিমোট দিয়ে ড্রোন ওড়াই।
শুনে পাত্রীর মা সঙ্গে সঙ্গে বেহুঁশ!
****
হাসপাতালে পরচুলা চুরি
মিসেস তানসেনের চোখে অপারেশনের পর হাসপাতালে চিৎকার-চেঁচামেচি দেখে ডাক্তার জিজ্ঞেস করলেন—
ডাক্তার: হয়েছে কী বলুন তো? চিৎকার করছেন কেন?
মিসেস তানসেন: চিৎকার করবো না তো কি হাসবো? আপনার হাসপাতালে আমার মাথার পরচুলা চুরি হয়েছে।
ডাক্তার: আমাদের এখানে মনে হয় চুরি হয়নি। আপনি বুঝলেন কী করে যে আপনার পরচুলা চুরি হয়েছে?
মিসেস তানসেন: অপারেশনের আগে পরচুলাটি সস্তা মনে হচ্ছিল। এখন অন্যরকম লাগছে।
ডাক্তার: চিন্তা করবেন না। আপনার চোখের অপারেশনটা মনে হয় সফল হয়েছে।
****
স্ত্রীকে খুশি রাখতে প্রশিক্ষণ
সংসার সুখের করতে স্বামীদের অবদান অনেক। তাই কীভাবে স্ত্রীকে খুশি রাখা যায় এবং সংসার সুখের করা যায়, সে বিষয়ে স্বামীদের নিয়ে একটি প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। সেখানে প্রশিক্ষক বললেন—
প্রশিক্ষক: যদি আপনার স্ত্রী আপনার কথা না শোনেন, তবে...
এক স্বামী: তবে কী?
প্রশিক্ষক: এত আগ্রহ ভরে জানতে চেয়ে লাভ নেই।
এক স্বামী: কেন?
প্রশিক্ষক: স্বামীর কথা আসলে কোনো স্ত্রীই ঠিকমতো শোনেন না।
এক স্বামী: তাহলে কী করার আছে?
প্রশিক্ষক: সব সময় স্ত্রীর কথাই মেনে নেবেন।
এসইউ/এএসএম

2 weeks ago
16









English (US) ·