আদালতের নির্দেশে স্বস্তি, তবে হুমকিতে নীলা চৌধুরী

2 weeks ago 12

জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর ২৯ বছর পর অবশেষে হত্যা মামলা হিসেবে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। দীর্ঘ প্রতীক্ষার পর এমন সিদ্ধান্তে কিছুটা স্বস্তি পেয়েছেন তার মা নীলা চৌধুরী। তবে স্বস্তির মধ্যেও নতুন উদ্বেগের খবর—সম্প্রতি অভিনেতা ডনের কাছ থেকে হুমকি পেয়েছেন বলে অভিযোগ করেছেন তিনি।

লন্ডন থেকে গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে নীলা চৌধুরী বলেন, ‘এই ২৯ বছরে অনেকেই আমাকে খারাপ বলেছে, আমার ছেলেকে নিয়েও অপবাদ দিয়েছে। কেউ বলেছে, আমি নাকি নিজেই আমার ছেলেকে মেরেছি! কিন্তু আমি জানতাম, একদিন আইন প্রমাণ করবে—এটা আত্মহত্যা নয়, খুন।’

তিনি আরও বলেন, ‘আদালতের সোমবারের সিদ্ধান্ত আমাকে মানসিকভাবে শান্তি দিয়েছে। মামলার কার্যক্রম এত দ্রুত শুরু হবে ভাবিনি। এখন মনে হচ্ছে, অবশেষে ন্যায়বিচার পাব।’

সালমান শাহর মৃত্যুর বিষয়ে নীলা চৌধুরীর দাবি, ‘খুনের চিহ্ন আর আত্মহত্যার চিহ্ন এক নয়। আমার ছেলের শরীরে খুনের আলামত ছিল। সামিরা চট্টগ্রাম থেকে লোক এনে পরিকল্পিতভাবে তাকে হত্যা করেছে। এর সঙ্গে আজিজ মোহাম্মদের লোকজনও জড়িত।’

তিনি আরও বলেন, ‘আমি ২৯ বছর ধরে বলে আসছি, আমার ছেলে আত্মহত্যা করার মতো মানুষ নয়। আদালতের পদক্ষেপে এবার মনে হচ্ছে, আমার কথার সত্যতা পাওয়া যাচ্ছে।’

অভিনেতা ডনের হুমকি প্রসঙ্গে নীলা চৌধুরী জানান,‘এক মাস আগেও ডন আমাকে হুমকি দিয়েছে। প্রেসক্লাবের সামনে যেতে বলেছে। ভাবুন, যে একসময় আমার ছেলের পেছনে ঘুরত, সে এখন আমাকে হুমকি দেয়! এত সাহস সে কোথা থেকে পায়?’

দীর্ঘ লড়াইয়ের প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘আমি বিশ্বাস করি, ইনশাআল্লাহ এবার ন্যায়বিচার পাব। এত বছর ধরে যারা আমাকে অপমান করেছে, হুমকি দিয়েছে—তাদের বিচার হবেই।’

আরও পড়ুন:
প্রেম ভালোবাসা বিতর্ক আর প্রতিবাদের নাম ‘পরীমনি’
প্রেমের গুঞ্জনে মুখ খুলে সম্পর্কের ইঙ্গিত দিলেন সাদিয়া আয়মান

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ঢাকার ইস্কাটনে নিজ বাসা থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয় চিত্রনায়ক সালমান শাহর মরদেহ। শুরুতে ঘটনাটি আত্মহত্যা বলে বিবেচিত হলেও, তার পরিবার প্রথম থেকেই এটিকে পরিকল্পিত হত্যা বলে দাবি করে আসছে।

এমএমএফ/এমএস

Read Entire Article