আনন্দ মোহন কলেজ অধ্যক্ষের অপসারণ দাবি

5 months ago 39

ময়মনসিংহের আনন্দ মোহন কলেজের অধ্যক্ষ মো. আমান উল্লাহর অপসরণের দাবিতে মানববন্ধন করা হয়েছে।

রোববার (২৫ মে) দুপুরে ময়মনসিংহ প্রেসক্লাবের সামনে আনন্দ মোহন কলেজের সাধারণ ছাত্রদের ব্যানারে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে কলেজের অর্ধশতাধিক শিক্ষার্থী অংশ নেন।

মানববন্ধনে তারা অভিযোগ করে বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা, জুলাই বিপ্লবের বিরোধিতাকারী, আওয়ামী লীগের দোসর অধ্যক্ষ মো. আমান উল্লাহ। তাকে সাধারণ শিক্ষার্থীরা অধ্যক্ষ হিসেবে আনন্দ মোহন কলেজে দেখতে চান না।

এসময় নাসির, রিফাস খান মাইয়ুর, তৈমুর খান বৃষ্টিসহ অনেকে বক্তব্যে বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আমরা যখন রাজপথে রক্ত দিচ্ছিলাম, তখন অধ্যক্ষ আমান উল্লাহ ছাত্রলীগের প্রশংসায় মুখরিত ছিলেন। এখন আবার আওয়ামী লীগ নেতাকর্মীদের বিভিন্নভাবে আশ্রয়-প্রশ্রয় দিচ্ছেন।

শিক্ষার্থীরা বলেন, আমরা আগেও কয়েকবার তীব্র প্রতিবাদ জানিয়েছি। কিন্তু ক্ষমতার বলে এখনো তিনি বহাল রয়েছেন। আমরা সাধারণ ছাত্র-ছাত্রীরা দুর্নীতিবাজ এ অধ্যক্ষের দ্রুত অপসারণের দাবি জানাচ্ছি। এর ব্যত্যয় হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

এ বিষয়ে বক্তব্য জানতে চাইলে আনন্দ মোহন কলেজের অধ্যক্ষ আমান উল্লাহ জাগো নিউজকে বলেন, ‘সাবেক দু-একজন শিক্ষক আনন্দ মোহন কলেজের অধ্যক্ষ হতে না পেরে আক্রোশবশত বাইরের ছেলেদের নিয়ে মানববন্ধন করিয়েছে। আমার জানামতে কলেজের মাত্র তিন থেকে চারজন ছাত্র এ মানববন্ধনে অংশ নিয়েছে।’

কামরুজ্জামান মিন্টু/এসআর/জিকেএস

Read Entire Article