আফগানিস্তানের সঙ্গে শান্তি আলোচনা ব্যর্থ হয়েছে : পাকিস্তান

9 hours ago 7
আফগানিস্তানের সঙ্গে স্থায়ী যুদ্ধবিরতি প্রতিষ্ঠার লক্ষ্যে অনুষ্ঠিত শান্তি আলোচনা ব্যর্থ হয়েছে বলে ঘোষণা করেছে পাকিস্তান সরকার। বুধবার (২৯ অক্টোবর) ইসলামাবাদ অভিযোগ করেছে, কাবুলের কর্তৃপক্ষ আলোচনায় প্রতারণা ও কৌশল অবলম্বন করেছে। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে সতর্ক করে বলেছেন, আলোচনার ব্যর্থতা উন্মুক্ত যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে। তিনি বলেন, তালেবান সরকারকে ধ্বংস করতে পাকিস্তানকে তার সামরিক শক্তির সামান্য অংশই ব্যবহার করতে হবে। আসিফ আরও অভিযোগ করেন, তালেবান নিজেদের ক্ষমতা ধরে রাখতে এবং যুদ্ধ অর্থনীতি টিকিয়ে রাখতে আফগানিস্তানকে আবারও সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে। তারা যদি নিজেদের জনগণের ক্ষতি করতে বদ্ধপরিকর থাকে, তবে তার ফলও ভোগ করতে হবে। এদিকে, আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল মতিন ক্বানি বলেছেন, পাকিস্তান যদি আক্রমণ করে, তবে কঠোর জবাব দেওয়া হবে। তিনি আরিয়ানা নিউজকে বলেন, আমাদের পারমাণবিক অস্ত্র নেই, কিন্তু ন্যাটো ও যুক্তরাষ্ট্রও ২০ বছরেও আফগানিস্তানকে পরাস্ত করতে পারেনি। দুই দেশের সীমান্ত এখনো বন্ধ রয়েছে। ২০২৩ সাল থেকে পাকিস্তান থেকে বহিষ্কৃত আফগান নাগরিকদের যাতায়াত ছাড়া সীমান্ত পারাপার কার্যত স্থগিত রয়েছে। সূত্র : শাফাক নিউজ  
Read Entire Article