চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) শাখা ছাত্রদলের নেতা আবিদুর রহমানের হত্যাকারীদের বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেছেন, আবিদ (আবিদুর রহমান) মেধাবী ছাত্র ও সংগঠক ছিল। তাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে শুধু রাজনৈতিক প্রতিহিংসার কারণে। আবিদের হত্যাকারীরা আজও বিচারের বাইরে। তবে আমরা বিশ্বাস করি, বিচার থেকে কেউ রেহাই পাবে না। এই খুনিদেরও বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে।
ছাত্রদল নেতা আবিদুর রহমানের ১৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম নগরীর পাঁচলাইশের সাম্পান রেস্টুরেন্টে আয়োজিত স্মরণসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মেয়র শাহাদাত।
স্মৃতিচারণ করে ডা. শাহাদাত হোসেন বলেন, আমি আবিদকে ব্যক্তিগতভাবে চিনতাম। চিকিৎসক জীবনে মেডিকেলে অনেক হত্যাকাণ্ডের সাক্ষী আমি নিজেই। ১৯৯০ সালে শাহ মোয়াজ্জেম হোসেন মিঠু, ১৯৯৩ সালে ডা. মিজান, বোরহান, ফরিদসহ ট্রিপল মার্ডার, ১৯৯৫ সালে আহসান উল্লাহ আপেল হত্যাকাণ্ড—এসবই ছাত্রলীগের নৃশংস রাজনীতির ফল। আবিদের হত্যাও তারই ধারাবাহিকতা।
চসিক মেয়র আরও বলেন, যারা আবিদের হত্যা মামলায় খালাস পেয়েছে, তাদেরও বিচার হতে হবে। আমরা তাদের খুঁজে বের করবো এবং বিচারের মুখোমুখি করবো। আওয়ামী লীগ বিচারব্যবস্থা, পুলিশ ও প্রশাসনকে দলীয়করণ করেছে, তবুও জনগণ একদিন ন্যায়বিচার আদায় করবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) চমেক শাখার সভাপতি অধ্যাপক ডা. মো. জসিম উদ্দিন, জেলা শাখার সভাপতি অধ্যাপক ডা. তমিজ উদ্দীন আহমেদ মানিক, মহানগর শাখার সভাপতি অধ্যাপক ডা. মো. আব্বাস উদ্দীন, চমেক শাখার সাধারণ সম্পাদক ডা. ফয়েজুর রহমান, জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. বেলায়েত হোসেন ঢালী, মহানগর বিএনপির সাবেক স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. এসএম সারোয়ার আলম, ড্যাব পার্বত্য জেলা শাখার সভাপতি ডা. নীলু কুমার তঞ্চঙ্গ্যা, যুগ্ম সম্পাদক ডা. রিফাত কামাল রনি, ডা. মিনহাজুল আলম, সাংগঠনিক সম্পাদক ডা. তানভীর হাবিব তান্না, ডা. ইফতেখার মো. আদনান ও শহীদ আবিদুরের বড় বোন মোর্শেদা আক্তার।
চমেক ছাত্রদলের নবনির্বাচিত সভাপতি হাসিবুল হাবিবের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ইমনের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন ডা. ইয়াসিন আরাফাত, ডা. মাহমুদুল হাসান, ডা. মো. মইনউদ্দিন মইন, চমেক ছাত্রদলের সাবেক আহ্বায়ক ডা. সাদ্দাম হোসেন, ড্যাবের সহসাংগঠনিক সম্পাদক ডা. মেহেদী হাসান ইমাম, ডা. তারিকুল ইসলাম জনি, ডা. ইয়াসির আরাফাত, চমেক ছাত্রদলের সহ-সভাপতি তানভীর আহমেদ, নাফিজ ইমতিয়াজ নিশান, তাহের আহমেদ সিদ্দিকী, সামেদ বিন জসিম, ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি চট্টগ্রাম (ইউএসটিসি) শাখা ছাত্রদলের সভাপতি হাবিবুল করিম তানিম, সাধারণ সম্পাদক সাজিদ রোহান, যুগ্ম সম্পাদক ফারহান মুহিব, সাংগঠনিক সম্পাদক মুশফিকুর রহমান প্রমুখ।
এমআরএএইচ/এমএমকে/জিকেএস

2 weeks ago
17









English (US) ·