আবু তাহেরকে ধানের শীষে মনোনয়নের দাবিতে পথসভা

2 hours ago 6

চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও সন্দ্বীপ উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আবু তাহের বলেছেন, সন্দ্বীপ বিএনপি অধ্যুষিত এলাকা। সন্দ্বীপ বিএনপির ঘাঁটি। সন্দ্বীপ আসনে সন্দ্বীপের নেতাদের মধ্য থেকেই মনোনয়ন দিতে হবে। ধানের শীষ ছাড়া লক্ষ লক্ষ নেতাকর্মী অন্য প্রতীকে নির্বাচন করবে না।

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনয়ন প্রত্যাশী, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও সন্দ্বীপ উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আবু তাহেরের সমর্থনে অনুষ্ঠিত গণসংযোগ ও পথসভায় তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বিগত ১৫ বছর নির্বাচন না হওয়ার কারণে সন্দ্বীপে প্রার্থীর সংখ্যা বেশি। সন্দ্বীপে যারা মনোনয়নপ্রত্যাশী আছেন সবাই ঐক্যবদ্ধ। আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া যাকে ধানের শীষ প্রতীক উপহার দেবেন আমরা প্রতিশ্রুত বদ্ধ, ঐক্যবদ্ধভাবে তার জন্য কাজ করবো।

রোববার (৯ নভেম্বর) বিকেল ৪টায় উপজেলার প্রাণকেন্দ্র এনাম নাহার মোড়ে অনুষ্ঠিত পথসভায় সভাপতিত্ব করেন সন্দ্বীপ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও হারামিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর হোসেন।

চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আনিস আকতার টিটুর সঞ্চালনায় পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সন্দ্বীপ উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আবু তাহের।

পথসভায় বক্তব্য রাখেন সন্দ্বীপ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সারিকাইত ইউনিয়ন বিএনপির সভাপতি গাজী হানিফ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল ওহাব কবির চেয়ারম্যান, সন্দ্বীপ পৌরসভা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মোশারফ হোসেন, যুগ্ম আহ্বায়ক নাজিম উদ্দিন ও মাহবুবুল আলম শিমুল, উপজেলা বিএনপির সদস্য আসিফ আকতার ও শফিকুল ইসলাম।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন গাছুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রহিম ও সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, কালাপানিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি হুমায়ুন কবির বাহার, হারামিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দিন আহমেদ, মগধরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, সন্তোষপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সামছুদ্দিন মেম্বার ও সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, হরিশপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ইউছুপ মেম্বার ও সাধারণ সম্পাদক ইসমাইল মেম্বার, রহমতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হাসানুজ্জামান মামুন ও সাধারণ সম্পাদক সফিকুর রহমান প্রমুখ।

উল্লেখ্য, গত ৩ নভেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামের ১৬টি আসনের মধ্যে ৬টিতে কাউকে প্রার্থী ঘোষণা করেনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। যার মধ্যে চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসন অন্যতম।

Read Entire Article