বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একান্ত সচিব মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেছেন, আমরা কোনো প্রতিশোধ কিংবা প্রতিহিংসার রাজনীতি চাই না। আমরা ভালোবাসার প্রতীক হয়ে মানুষের হৃদয় জয় করতে চাই।
মঙ্গলবার (৩০ অক্টোবর) দুপুর ২টায় নিজ নির্বাচনী এলাকায় যাওয়ার পথে শরীয়তপুর মডেল টাউনে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
দীর্ঘ আট বছর পর নিজ এলাকায় ফিরে এসে পথসভায় উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে অপু বলেন, ২০১৮ সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের নির্দেশে আপনাদের ভালোবাসতে এসেছিলাম। কিন্তু আপনাদের মাঝ থেকে আমার ভালোবাসাকে ছিনিয়ে নেওয়া হয়েছিল। সেদিন স্বৈরাচার আওয়ামী লীগের গুণ্ডাদের হামলায় শরীয়তপুরের রাজপথ রক্তে ভিজে গিয়েছিল। আমরা সেই দিনের কথা ভুলে যাইনি।
তিনি আরও বলেন, দীর্ঘ ১৭ বছর ফ্যাসিবাদী আওয়ামী সরকারের দুঃশাসনে এই শরীয়তপুরে কোনো উন্নয়ন হয়নি। তারা শরীয়তপুর থেকে ঢাকা যাওয়ার রাস্তা পর্যন্ত করতে পারেনি। আমি আপনাদের কথা দিচ্ছি— আপনাদের সহযোগিতা পেলে আগামী দিনে শরীয়তপুরকে বাংলাদেশের একটি মডেল জেলায় পরিণত করব।
নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আপনাদের মাঝে আমাকে পাঠিয়েছেন। আপনারা কেউ মানুষের মনে কষ্ট দেবেন না, দলের মধ্যে অনৈক্য সৃষ্টি করবেন না। আমরা প্রমাণ করব— শরীয়তপুর বিএনপির ঘাঁটি। শরীয়তপুর থেকেই আমরা শুরু করতে চাই, বিএনপির তৃণমূলে কোনো বিভেদ নেই; সবাই এক। এ জন্য আপনাদের সার্বিক সহযোগিতা প্রয়োজন।
পথসভায় বক্তব্য রাখেন—কৃষকদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, বিএনপির ফরিদপুর বিভাগের সহসাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, কেন্দ্রীয় কৃষক দলের সহসভাপতি এস এম ফয়সাল, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মহিউদ্দিন আহাম্মেদ ঝিন্টু, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইদ আহাম্মেদ আসলাম, মাহবুব আলম তালুকদার, সাবেক সাংগঠনিক সম্পাদক মহিতুল গনি মিন্টু সরদার প্রমুখ।
প্রসঙ্গত ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুর-৩ আসনে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু। নির্বাচনের ছয় দিন আগে কোদালপুর থেকে মিছিল নিয়ে গোসাইরহাট যাওয়ার পথে আওয়ামী লীগ প্রার্থী নাহিম রাজ্জাকের নির্দেশে তার মিছিলে হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ রয়েছে। ওই হামলায় অপু গুরুতর আহত হন এবং পরবর্তীতে হেলিকপ্টারে করে ঢাকার ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। এরপর অর্থপাচার ও সন্ত্রাসবিরোধী আইনে তার বিরুদ্ধে মামলা হয় এবং প্রায় সাত বছর কারাভোগ করেন।

4 hours ago
8









English (US) ·