জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান বলেছেন, আমার একটাই জাতীয় নাগরিকত্ব, বাংলাদেশের নাগরিকত্ব। আমি এখানে আসার আগে পরিবারের সঙ্গে আমেরিকায় থেকেছি। কিন্তু আমার কোনো আমেরিকান পাসপোর্ট নাই। বাংলাদেশ ছাড়া অন্য কোনো দেশের জাতীয়তা আমার নাই।
বুধবার রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, কেবল আমি আমেরিকায় থেকেছি বলে যদি আমাকে বলা হয় আপনি বিদেশি নাগরিক, তাহলে কালকে তারেক রহমান সাহেবকেও সে কথা বলতে হয়।
তিনি বলেন, আমি আবেদন করবো, আপনারা বুঝেশুনে কথা বলেন। আপনারা যদি আমাকে ঢিল নিক্ষেপ করেন সেই ঢিল কিন্তু অন্যের উপর গিয়েও পড়তে পারে। আমি যেটা নই, আমাকে সেটা বানাবেন না প্লিজ। আর পারলে প্রমাণ করুন।
এমইউ/এমএইচআর/জিকেএস

5 months ago
17









English (US) ·