বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলেছেন, আমাদের এখন মূল লক্ষ্য বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টি করা। বাংলাদেশকে মেনুফ্যাকচারিং হাব হিসেবে গড়ে তোলা। এ জন্যে বন্দরের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই।
বৃহস্পতিবার (৮ মে) সকাল ৯টায় চট্টগ্রাম বন্দরের লালদিয়া চর পরিদর্শনকালে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
আশিক চৌধুরী বলেন, আমরা এখন যেভাবে এগোচ্ছি তাহলেও ভিয়েতনামের ধারেকাছেও যেতে পারবো না। ভিয়েতনামে বর্তমানে ৪৪টি পোর্ট রয়েছে। মাতারবাড়িসহ আমাদের সবগুলো বন্দর হয়ে গেলে ছয়টিতে দাঁড়াবে।
এসময় প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম, ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামান উপস্থিত ছিলেন।
এমডিআইএইচ/এমএএইচ/এএসএম

5 months ago
71









English (US) ·