আমি কখনো বলিনি নাটক করব না : তানজিন তিশা

2 hours ago 6

দীর্ঘ নীরবতা ভেঙে ফিরলেন ছোট পর্দার আলোচিত অভিনেত্রী তানজিন তিশা। এক সময় পর্দা মাতানো এই তারকা হঠাৎ করেই হারিয়ে গিয়েছিলেন আলোচনার আড়ালে। তবে এবার ফিরে এসেছেন আরও উজ্জ্বল হয়ে। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে তিনি খোলামেলা কথা বলেছেন নিজের ক্যারিয়ার, নতুন কাজ ও দীর্ঘ বিরতির রহস্য নিয়ে।

এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে তিশা বলেন, ‘আমি কখনো বলিনি নাটক করব না, আবার এটাও বলিনি যে শুধু ওটিটিতেই কাজ করব। আমি একজন অভিনেত্রী— আমার কাছে গল্পটা ভালো লাগলেই কাজ করব। সেটা টেলিভিশন, ওটিটি এমনকি মঞ্চ— যেখানেই হোক না কেন। আমি আগে কখনো মঞ্চে কাজ করিনি, কিন্তু ভালো গল্প পেলে সেটাও করতে চাই।'

এরপর বিরতির বিষয়ে তিশা বলেন, ‘একটি বড় ও গুরুত্বপূর্ণ প্রজেক্টের জন্যই কিছুদিন কাজ থেকে দূরে ছিলাম। আমার মনে হয়েছে, এই বিরতিটা দরকার ছিল। এটা ছিল আমার সচেতন সিদ্ধান্ত'।

এদিকে নতুন কাজের বিষয়ে তানজিন তিশা বলেন, ‘একটা বড় ও ভালো কাজ করতে যাচ্ছি। এখনই বিস্তারিত কিছু বলতে চাই না। আমি আমার টিম ছাড়া কিছু প্রকাশ করছি না। তবে আমি অনেক এক্সাইটেড। সবাই আমার জন্য দোয়া করবেন।’

উল্লেখ্য, দীর্ঘদিনের গুঞ্জনের পর অবশেষে বাস্তবে রূপ নিয়েছে শাকিব খান ও তানজিন তিশার জুটি। সাকিব ফাহাদ পরিচালিত ‘সোলজার’ সিনেমার মাধ্যমে প্রথমবার একসঙ্গে কাজ করছেন তারা। ইতোমধ্যে সিনেমাটির শুটিং শুরু হয়েছে, যা মুক্তির আগেই ব্যাপক আগ্রহ তৈরি করেছে ভক্তদের মধ্যে।

Read Entire Article