আমিনবাজারে পুলিশের চেকপোস্ট, কঠোর নজরদারি

16 hours ago 6

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও অন্যদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের এক মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষ থেকে ঘোষিত ‘লকডাউন’ কর্মসূচিকে ঘিরে কঠোর অবস্থানে রয়েছে পুলিশ। এ  উপলক্ষে ঢাকার প্রবেশপথ আমিনবাজারে চেকপোস্ট বাড়ানো হয়েছে। এ ছাড়া যানবাহনে তল্লাশি করছে পুলিশ। 

সকালে ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে ঢাকা-আরিচা মহাসড়কের ঢাকামুখী লেনে চেকপোস্ট বসিয়ে শুরু হয় তল্লাশির কার্যক্রম। পুলিশের সদস্যরা ঢাকামুখী বিভিন্ন গণপরিবহন, মাইক্রোবাস, প্রাইভেটকার ও মোটরসাইকেল থামিয়ে যাত্রীদের জিজ্ঞাসাবাদ করছেন এবং তাদের সঙ্গে থাকা ব্যাগ-মালপত্র তল্লাশি করছেন।

এসময় যাত্রীদের গন্তব্য ও যাত্রার কারণ সম্পর্কে জানতে চাইছেন দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যরা। তবে আগের দিনের মতো আজ যাত্রীদের মোবাইল ফোন বা গ্যালারি তল্লাশির ঘটনা দেখা যায়নি।

চেকপোস্টে দায়িত্ব পালন করা আমিনবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মো. ফয়সাল আলম কালবেলাকে বলেন, আমাদের চেকপোস্ট কার্যক্রম নিয়মিত চলছে। কেউ যাতে কোনো প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি বা নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনা করতে না পারে, সে লক্ষ্যে আমরা সর্বোচ্চ সতর্ক রয়েছি।

তিনি জানান, এখন পর্যন্ত কাউকে সন্দেহজনক হিসেবে আটক বা গ্রেপ্তার করা হয়নি।

এদিকে সকালে সাভারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে দেখা গেছে, যান চলাচল স্বাভাবিক রয়েছে। গণপরিবহন ও ব্যক্তিগত যানবাহন চলাচল করছে স্বাভাবিকভাবে, যদিও দূরপাল্লার বাসের সংখ্যা কিছুটা কম লক্ষ্য করা গেছে।

ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মো. আসাদুজ্জামান কালবেলাকে বলেন, নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে গত কয়েকদিন ধরেই বিভিন্ন পয়েন্টে আমাদের চেকপোস্ট ও পিকেটিং কার্যক্রম চলছে। যে কোনো নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিহত করতে পুলিশ সর্বোচ্চ প্রস্তুত অবস্থায় রয়েছে।

Read Entire Article