আরও এক জিম্মির লাশ ফেরত দিল গাজার যোদ্ধারা

10 hours ago 7

আরও এক ইসরায়েলি জিম্মির লাশ হস্তান্তর করেছে ফিলিস্তিনিদের স্বাধীনতাকামী দল হামাস। বুধবার (৫ নভেম্বর) রেডক্রসের মধ্যস্থতায় ইসরায়েলি কর্তৃপক্ষ লাশ বুঝে নেয়। এখন তারা পরীক্ষা-নিরীক্ষা করে ভুক্তভোগীর পরিচয় নিশ্চিত হবে। খবর আলজাজিরার।

যুদ্ধবিরতি চুক্তির অন্যতম শর্ত হচ্ছে, সব জীবিত জিম্মি মুক্তির পাশাপাশি নিহতদের লাশ ফিরিয়ে দিতে হবে। এ শর্তে হামাস রাজি হলে যুদ্ধবিরতি কার্যকর হয়। কিন্তু দীর্ঘদিনেও হামাস প্রক্রিয়াটি শেষ করতে পারছে না। এ নিয়ে ক্ষুব্ধ ইসরায়েল।

সর্বশেষ বুধবার এক নিহতের লাশ রেডক্রসের কাছে হস্তান্তর করে হামাস। তারা ইসরায়েলি বাহিনীর কাছে লাশটি পৌঁছে দেয়। এ নিয়ে মোট ২২ জিম্মির লাশ হস্তান্তর করা হলো। আরও ছয়জনের লাশ হামাসের কাছে রয়েছে। 

ইসরায়েল অভিযোগ করছে, জিম্মিদের লাশ ফেরত দিতে গড়িমসি করছে হামাস। ইচ্ছাকৃতভাবে এ ধরনের দেরি অগ্রহণযোগ্য। তবে অভিযোগ অস্বীকার করে হামাস বলেছে, ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ায় সব লাশ খুঁজে পেতে বেগ পেতে হচ্ছে। এ নিয়ে তাদের বিরুদ্ধে ছলচাতুরীর অভিযোগ ভিত্তিহীন। 

Read Entire Article