দিওয়ালি বা দীপাবলি মানেই আলোর উৎসব, ঝলমলে পোশাক ও সাজের এক রঙিন দুনিয়া। এই উৎসবে বলিউড যেন পরিণত হয় স্বপ্নের রাজ্যে। প্রতি বছরই তারকাদের সাজ-সজ্জা ফ্যাশনপ্রেমীদের নজর কাড়ে। এ বছরও ব্যতিক্রম নয়।
এবারের আলোচনার কেন্দ্রবিন্দুতে অভিনেত্রী আলিয়া ভাট। যিনি দীপাবলিতে লুঙ্গি-স্টাইলের স্কার্ট পরে হাজির হয়েছেন। তার এই লুকই সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তুলেছে।

এই উৎসবে আলিয়া বেছে নিয়েছেন প্যাস্টেল গোলাপি ফ্লোরাল চিকনকারি কুর্তি, যার নিচে ছিল স্যাটিন ব্লাউজ। সঙ্গে লেমন রঙের শিফনের স্কার্ট। পোশাকটির নকশা করেছেন ভারতীয় ডিজাইনার জুটি আবু জানি ও সন্দীপ খোসলা। স্কার্টের ফ্লোরাল বর্ডার এবং সামনের অংশের ড্রেপ ডিজাইন শাড়ির ছোঁয়া এনে দিলেও প্রথম নজরেই মনে হয়েছে এটি ঐতিহ্যবাহী লুঙ্গির ফ্যাশন সংস্করণ! তবে আলিয়া এই পোশাকে শাড়ির ছোঁয়ায় লুঙ্গির আরাম মিশিয়ে তৈরি হয়েছে এক নতুন ধারা।
রিয়া কাপুরের স্টাইলিংয়ে আলিয়ার সাজ পেয়েছে সঠিক ভারসাম্য। পোশাকের সঙ্গে মিলিয়ে আলিয়া গলায় পড়েছিলেন পার্ল-স্টাডেড ফ্লোরাল চোকারের নেকলেস এবং হাতে সিলভার চুড়ি। সঙ্গে মিনিমাল মেকআপ, গ্লসি ন্যুড লিপ, হালকা কাজল আর সফট ব্লাশে প্রকাশ পেয়েছে আলিয়ার সহজ সৌন্দর্যের আত্মবিশ্বাস।

এছাড়া হেয়ারস্টাইল ছিল হাফ-টাইডের চুলে গাজরার ছোঁয়া, যা পুরো লুককে দিয়েছে স্নিগ্ধ রোমান্টিক আমেজ।
নিজের ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে আলিয়া ক্যাপশনে লিখেছেন, এই দীপাবলিতে চেয়েছিলাম আমার সাজে থাকুক স্নিগ্ধতা, তবে গ্ল্যামার যেন হারিয়ে না যায়।
আলিয়ার পোশাক নিয়ে ভোগ ইন্ডিয়ার ফ্যাশন সম্পাদক নেহা ধুপিয়া জানান, আলিয়ার পোশাকে ফিউশন ধারার নিখুঁত ভারসাম্য দেখা গেছে।

অন্যদিকে ইন্ডিয়া টুডের বিশ্লেষণে বলা হয়েছে, আলিয়ার ফিউশন স্টাইল তরুণ প্রজন্মের কাছে সবচেয়ে বেশি অনুপ্রেরণাদায়ক।
তাই সব শেষে বলা চলে, আলিয়ার এই দীপাবলির লুক প্রমাণ করেছে ঐতিহ্যবাহী পোশাকও আধুনিকভাবে ধারণ করা যায়। যদি তাতে সঠিক নকশা, মানানসই মেকআপ ও আত্মবিশ্বাসের দীপ্তি থাকে। ফলে আলিয়া এই লুকটি নিঃসন্দেহে বলিউড ফ্যাশন ইতিহাসে জায়গা করে নেবে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া
আরও পড়ুন
আত্মবিশ্বাস যখন ফ্যাশন হয়ে ওঠে
পর্দার বাইরেও আলো ছড়ান এই স্টাইল কুইন
এসএকেওয়াই/এএমপি/জিকেএস

3 weeks ago
9








English (US) ·