বাংলাদেশ দলের নতুন ব্যাটিং কোচ হিসেবে আবারও জাতীয় দলে ফিরেছেন সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। আয়ারল্যান্ডের বিপক্ষে আসন্ন হোম সিরিজের জন্য লিটন-শান্তদের কোচ হয়েছেন তিনি। যদিও তার অন্তর্ভুক্তিতে দল উচ্ছ্বসিত, তবু টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত মনে করছেন— স্বল্প সময়ের এই দায়িত্বে আশরাফুলের পক্ষে বড় কোনো প্রভাব ফেলা কঠিন হবে।
“অবশ্যই সবাই এক্সাইটেড,” বলেন শান্ত। “উনি তো অনেক বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন, অভিজ্ঞতা অনেক। কোচ হিসেবে এখন দলে এসেছেন, এটা আমাদের জন্য দারুণ ব্যাপার। আগে কখনও একসঙ্গে ড্রেসিংরুম শেয়ার করার সুযোগ হয়নি, এবার সেটা হচ্ছে।”
তবে আশরাফুলের দায়িত্ব শুধুই এই সিরিজের জন্য— এটিই শান্তর কাছে সীমাবদ্ধতার জায়গা। “যতদূর জানি উনি এই সিরিজেই থাকবেন,” বলেন তিনি। “একটা সিরিজে খুব বেশি টেকনিক্যাল পরিবর্তন আনা সম্ভব না। সময়টা কম, তাই গভীরভাবে কাজ করা কঠিন হবে। তারপরও আশা করি উনার অভিজ্ঞতা আমাদের কাজে আসবে।”
বাংলাদেশ দলের বর্তমান সময়টা মোটেও স্থিতিশীল নয়। একদিকে নতুন কোচিং নিয়োগ, অন্যদিকে সহকারী কোচ সালাউদ্দিনের বিদায়— মাঠের বাইরে ঘটছে নানা পরিবর্তন। তবে এসব নিয়ে মাথা না ঘামানোর পক্ষপাতী শান্ত।
তার ভাষায়, “বাইরের বিষয়গুলো তো আমাদের নিয়ন্ত্রণে নেই। আমি চেষ্টা করি শুধু যা আমার হাতে আছে, সেটাতেই মনোযোগ দিতে। মাঠের বাইরে আলোচনা সবসময় থাকবে, কিন্তু আমি মাঠের ভেতরের কাজটা নিয়েই ভাবতে পছন্দ করি।”
বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজ দিয়ে শুরু হচ্ছে আশরাফুলের নতুন অধ্যায়। এই সংক্ষিপ্ত সময়ে তিনি কতটা প্রভাব রাখতে পারেন, সেটিই এখন দেখার বিষয়। তবে শান্তর মতো সিনিয়ররা আশাবাদী— ‘অভিজ্ঞতার আলোয় কিছুটা হলেও বদল আনবেন আশরাফুল।’

2 hours ago
5









English (US) ·