আগামীকাল রোববার কুয়ালালামপুরে অনুষ্ঠিতব্য ৪৭তম আসিয়ান সম্মেলন উপলক্ষে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠক করবেন। আলোচনায় বাণিজ্য, বিনিয়োগ, সেমিকন্ডাক্টর শুল্ক, নিরাপত্তা ও আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে।
আমেরিকার রোল কল ওয়েবসাইটে প্রকাশিত সম্ভাব্য সূচি অনুযায়ী, ট্রাম্প রোববার সকালে কুয়ালালামপুরে পৌঁছে সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবেন। এরপর বিকেলে কুয়ালালামপুর কনভেনশন সেন্টারে প্রধানমন্ত্রী আনোয়ারের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে।
বৈঠকের পর সন্ধ্যায় তিনি কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেট এবং থাইল্যান্ডের প্রধানমন্ত্রী আনুতিন চার্নভিরাকুলের সঙ্গে এক স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দেবেন। ধারণা করা হচ্ছে, এই অনুষ্ঠানটি দুই দক্ষিণ-পূর্ব এশীয় দেশের মধ্যে সীমান্ত বিরোধ সংক্রান্ত এক চুক্তির অংশ।
ট্রাম্পের দিনব্যাপী কর্মসূচির সমাপ্তি হবে ১৩তম আসিয়ান–যুক্তরাষ্ট্র শীর্ষ বৈঠক এবং আসিয়ান নেতাদের সঙ্গে এক নৈশভোজে অংশগ্রহণের মাধ্যমে। এরপর সোমবার তিনি মালয়েশিয়া ত্যাগ করবেন।
গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, সোমবার ট্রাম্প টোকিওতে যাবেন জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে সাক্ষাৎ করতে। বুধবার তিনি দক্ষিণ কোরিয়ার বুসানে অনুষ্ঠিতব্য এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন সম্মেলনে যোগ দেবেন।
মার্কিন রাষ্ট্রদূত এডগার ডি. কাগান বলেন, ট্রাম্পের এ সফর তার দ্বিতীয় মেয়াদের প্রথম এশিয়া সফর এবং ওবামার দশ বছর আগের সফরের পর এটি কোনো মার্কিন প্রেসিডেন্টের প্রথম মালয়েশিয়া সফর।
এ বছর মালয়েশিয়া ‘অন্তর্ভুক্তি ও টেকসই উন্নয়ন’ শিরোনামে আসিয়ানের চেয়ারম্যান হিসেবে ২৬ থেকে ২৮ অক্টোবর পর্যন্ত সম্মেলনের আয়োজন করছে।
সম্মেলনে আসিয়ানের ১০টি সদস্য দেশের শীর্ষ নেতাদের পাশাপাশি যুক্তরাষ্ট্র, চীন, দক্ষিণ কোরিয়া, জাপান ও ভারতের মতো গুরুত্বপূর্ণ সংলাপ অংশীদার দেশগুলোর নেতারা অংশ নেবেন।
এছাড়া অংশগ্রহণকারীদের মধ্যে রয়েছেন চীনের প্রধানমন্ত্রী লি চিয়াং, ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা, দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা, ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কস্তা এবং জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি।
এমআরএম/এএসএম

2 weeks ago
7









English (US) ·