ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নেতাদের একদিনের শীর্ষ সম্মেলনের পর ইউক্রেনের জন্য প্রস্তাবিত ১৪ হাজার কোটি ইউরো ঋণ দেওয়ার সিদ্ধান্তে উদ্বেগ প্রকাশ করেছে বেলজিয়াম। এছাড়াও এ ঋণ প্রকল্পের বিরোধীতা করেছে আরেক ইউরোপীয় দেশ হাঙ্গেরি। এই দুই দেশের বিরোধীতার কারণে প্রস্তাবিত ঋণ পাওয়া নিয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে।
এই ঋণ পরিকল্পনা অনুযায়ী, রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের স্থগিত সম্পদ ব্যবহার করে ইউক্রেনকে ঋণ দেওয়া হবে। রাশিয়ার এসব সম্পদ বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসের ইউরোক্লিয়ার সেন্ট্রাল সিকিউরিটিজ ডিপোজিটরিতে গচ্ছিত রাখা আছে।
প্রস্তাবিত প্রক্রিয়ায় ইউরোক্লিয়ার রাশিয়ার সম্পদের নগদ অর্থ কমিশনের কাছে হস্তান্তর করবে। এরপর কমিশন তা ব্যবহার করে ইউক্রেনকে ধাপে ধাপে ঋণ দেবে। কেবল রাশিয়া ক্ষতিপূরণ দিতে সম্মত হলেই ইউক্রেন এ ঋণ পরিশোধ করবে। তাই প্রকল্পটির নামকরণ হয়েছে রিপারেশন্স লোন।
বেলজিয়ামের প্রধানমন্ত্রী বার্ট ডে ওয়েভার অভিযোগ করে জানিয়েছেন, সব সদস্য দেশ যদি ঋণের ঝুঁকি ভাগাভাগি করার সম্পূর্ণ নিশ্চয়তা প্রদান করে তবে এ অর্থ ঋণ দেওয়া হবে। এছাড়াও অন্য ইউরোপীয় অঞ্চলে থাকা রাশিয়ার সার্বভৌম সম্পদগুলোও এই ঋণ তহবিলে অন্তর্ভুক্ত করা উচিত।
তিনি আরও বলেন, যদি আমার দেশের অর্থ নেওয়া হয় এবং সব ঠিক ভাবে সম্পন্ন না হয় তবে এই অর্থের দায়িত্ব বেলজিয়াম নেবে না। তাই যারা সত্যিই এই সিদ্ধান্তের পক্ষে তাদেরকে ঝুকির নিশ্চয়তা দিতে হবে।
আরও পড়ুন>>
ইউক্রেনকে ১৫০ যুদ্ধবিমান দেবে সুইডেন
ইউরোপীয় কমিশনের সভাপতি উরসুলা ভন দার লেইয়েন জানিয়েছেন, এটি সহজ কোনো বিষয় নয়, অনেক জটিল। আমরা চূড়ান্ত সিদ্ধান্তের আগে বিস্তারিত আলোচনা করব।
সূত্র : ইউরো নিউজ
কেএম

2 weeks ago
14









English (US) ·