ইউটিউবের অ্যান্ড্রয়েড অ্যাপ এবার নতুন রূপে

5 days ago 12

প্রযুক্তি ওয়েবসাইট নাইন টু ফাইভ জানিয়েছে, ইউটিউবের অ্যান্ড্রয়েড অ্যাপে এসেছে নতুন ইন্টারফেস। নতুন রূপে অ্যাপের আইকন ও মেনু ডিজাইন আরও সুন্দর ও ব্যবহারবান্ধব করা হয়েছে। আইকনগুলো এখন মোটা ও স্পষ্ট, যা ব্যবহারকারীদের জন্য সহজ অভিজ্ঞতা নিশ্চিত করবে।

ভিডিও প্লেয়ারে স্বচ্ছতা ও নতুন বাটন ডিজাইন

নতুন ইন্টারফেসে ভিডিও প্লেয়ারের বাটন ও আইকনগুলো প্রায় স্বচ্ছ রাখা হয়েছে। ফলে ভিডিও দেখার সময় কোনোরকম ঝামেলা ছাড়াই কনটেন্টের ওপর মনোযোগ রাখা সম্ভব।

‘লাইক’ ও প্লেলিস্টে নতুন অ্যানিমেশন

ভিডিওর ধরন অনুযায়ী ‘লাইক’ বাটনে নতুন অ্যানিমেশন যুক্ত করা হয়েছে। যেমন, গান শোনার সময় লাইক করলে দেখা যাবে মিউজিক নোট অ্যানিমেশন, আর ভিডিও প্লে-লিস্টে যোগ করলে দেখা যাবে বিশেষ অ্যানিমেটেড প্রতিক্রিয়া।

আরও পড়ুন : সহজ ৩ টিপসে আইফোনের চার্জ থাকবে দীর্ঘসময়

আরও পড়ুন : ল্যাপটপ অতিরিক্ত গরম হয়ে গেলে শরীরের যেসব ক্ষতি হয়

মতামত বিভাগে থ্রেডভিত্তিক কমেন্ট

নতুন ইন্টারফেসে কমেন্ট সিস্টেমকে থ্রেডভিত্তিক করা হয়েছে। ফলে প্রতিটি মন্তব্যের উত্তর সহজে দেখা যাবে এবং আলোচনা হবে আরও পরিষ্কার ও সংগঠিত।

ব্যবহার ও ডাউনলোড

নতুন ইন্টারফেস ব্যবহার করতে গুগল প্লেস্টোর থেকে অ্যাপের সর্বশেষ সংস্করণ ডাউনলোড করতে হবে। নতুন ডিজাইন পছন্দ না হলে সরাসরি অ্যাপের মাধ্যমে ইউটিউবকে মতামত পাঠানো যাবে।

শিগগির আইফোনের জন্যও নতুন ইন্টারফেসযুক্ত ইউটিউব অ্যাপ চালু করা হবে।

Read Entire Article