ইতালিতে কর্মস্থলে যাওয়ার পথে বাংলাদেশির আকস্মিক মৃত্যু

3 days ago 3

ইতালির রোমে কর্মস্থলে যাওয়ার পথে ইকবাল দেওয়ান নামে (৩৮) এক প্রবাসী বাংলাদেশির আকস্মিক মৃত্যু হয়েছে। তার দেশের বাড়ি মুন্সিগঞ্জ জেলার টঙ্গিবাড়ি উপজেলার রহিমগঞ্জ এলাকায়।

জানা গেছে, মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল ৯টার দিকে কর্মস্থলে যাওয়ার সময় রোমের (মেট্রো এ) লাইনে হঠাৎ তিনি গুরুতর অসুস্থ পড়েন। পাশের যাত্রীরা দ্রুত তাকে উদ্ধার করে সান জোভান্নি নামক হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকেরা জানান হৃৎপিণ্ডের কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ায় ঘটনাস্থলেই তিনি মারা যান।

মৃত্যুকালে তিনি স্ত্রী, সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। তার অকাল মৃত্যুতে প্রবাসী বাংলাদেশিদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় প্রবাসীরা বলছে, সম্প্রতি ইতালিতে প্রবাসী বাংলাদেশিদের মৃত্যুর হার আশঙ্কাজনকভাবে বেড়ে চলেছে, আর তার মধ্যে বেশিরভাগ মৃত্যু হৃদ্‌রোগজনিত কারণে ঘটেছে।

সামাজিক সংগঠনগুলোর নেতারা বলছেন, প্রবাসজীবনের অতিরিক্ত পরিশ্রম, মানসিক চাপ, অনিয়মিত জীবনযাপন এবং স্বাস্থ্য পরীক্ষা অবহেলা করার কারণে হৃদরোগের ঝুঁকি ক্রমশ বাড়ছে। তারা সবাইকে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও সচেতন জীবনযাপনের আহ্বান জানিয়েছেন।

ইকবালের অকাল মৃত্যুতে প্রবাসী সহকর্মীরা বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন। তবে লাশ কবে দেশে পাঠানো হবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত জানা যায়নি।

এমআরএম/জেআইএম

Read Entire Article