ইতিহাস গড়ে বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকা

1 day ago 9

ইংল্যান্ডকে ১২৫ রানে হারিয়ে ইতিহাস গড়ল দক্ষিণ আফ্রিকা নারী দল। লরা উলভার্ডের অবিশ্বাস্য ১৬৯ রানের ইনিংস আর মারিজানে ক্যাপের বিধ্বংসী পাঁচ উইকেট—এই দুই নায়কের হাত ধরেই প্রোটিয়ারা প্রথমবারের মতো পৌঁছে গেল আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে।

গৌহাটির বারসাপারা স্টেডিয়ামে অনুষ্ঠিত এই সেমিফাইনালে টস জিতে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৩১৯ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় দক্ষিণ আফ্রিকা। ইনিংসের মেরুদণ্ড ছিলেন অধিনায়ক লরা উলভার্ড, যিনি ১৪৩ বলে ২০ চার ও ৪ ছয়ে করেন ১৬৯ রান। তার সঙ্গে মারিজানে ক্যাপ (৪২), তাজমিন ব্রিটস (৪৫) ও ক্লোয়ি ট্রায়ন (৩৩*) দলকে এনে দেন শক্ত ভিত।

ইংল্যান্ডের হয়ে সোফি একলেস্টোন নিয়েছেন চার উইকেট, লরেন বেল দুইটি।

৩২০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই ভেঙে পড়ে ইংল্যান্ড। মাত্র ১ রানে তিন উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে তারা—অ্যামি জোনস, ট্যামি বিউমন্ট ও হেথার নাইট—তিনজনই ফিরেছেন শূন্য রানে।

এরপর কিছুটা লড়াই দেখান ন্যাট সিভার-ব্রান্ট (৬৪) ও অ্যালিস ক্যাপসি (৫০)। কিন্তু দু’জনের আউটের পর আর কেউ দাঁড়াতে পারেননি। শেষ পর্যন্ত ৪২.৩ ওভারে ১৯৪ রানে অলআউট হয় ইংল্যান্ড।

দক্ষিণ আফ্রিকার পক্ষে ক্যাপ নেন ৫ উইকেট মাত্র ২০ রানে। তার সঙ্গে নাদিন ডি ক্লার্ক পান ২ উইকেট, বাকিরা ভাগাভাগি করেন বাকি উইকেটগুলো।

এই জয়ে প্রথমবারের মতো নারী ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে উঠল দক্ষিণ আফ্রিকা। ফাইনালে তারা মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া বা স্বাগতিক ভারত—যারা বৃহস্পতিবার দ্বিতীয় সেমিফাইনালে লড়বে।

সংক্ষিপ্ত ফলাফল

দক্ষিণ আফ্রিকা: ৩১৯/৭ (উলভার্ড ১৬৯, ক্যাপ ৪২; একলেস্টোন ৪/৪৪)

ইংল্যান্ড: ১৯৪ (সিভার-ব্রান্ট ৬৪, ক্যাপ ৫/২০)

ফলাফল: দক্ষিণ আফ্রিকা জয়ী ১২৫ রানে

Read Entire Article