ইনস্টাগ্রামে ফলোয়ার বাড়াতে কত কিছুই না করে থাকেন। ফলোয়ার না বাড়লে পোস্ট, রিলসে ভিউও বাড়ে না। ফলে যারা আয় করতে চান তারা পিছিয়ে পড়েন। ইনস্টাগ্রামে উপার্জন শুরুর জন্য প্রয়োজন একটা নির্দিষ্ট সংখ্যা ফলোয়ার। তা পাওয়া কিন্তু মোটেই সহজ নয়।
অনেক কনটেন্ট ক্রিয়েটার দিনের পর দিন চেষ্টা করেও ইনস্টাগ্রামে ফলোয়ার বাড়াতে সক্ষম হন না। কেউ কেউ হতাশ হলে হাল ছেড়ে দিতে বাধ্য হন। তাদের জন্য রয়েছে ৪ টি ওয়েবসাইট। যেগুলোর মাধ্যমে খুব সহজেই আপনার ইনস্টাগ্রামে ফলোয়ার বাড়ানোর সুযোগ পাবেন।
চারটি ওয়েবসাইট থেকে অর্থের বিনিময়ে কেনা যায় ফলোয়ার! নিয়ম মেনে ফলোয়ার কিনলে আপনার অ্যাকাউন্ট হয়ে ওঠবে আকর্ষণীয়। কারণ যতই ভালো ভিডিও, রিল আপলোড করুন না কেন, অনেকক্ষেত্রেই দেখা যায় ফলোয়ার সংখ্যা বেশি না থাকায় অনেকেই ফলো করেন না।
যদি ফলোয়ার কিনে হলেও অ্যাকাউন্ট আকর্ষণীয় করতে পারেন, সেক্ষেত্রে বাড়ে অর্গানিক ফলোয়ার। এবার নিশ্চয়ই ভাবছেন ওয়েবসাইটগুলোর নাম কী? ওয়েবসাইটগুলো হলো ফেমউইক, সোশ্যালপ্রোস, বুজিওড, স্ট্রমলাইকস।
অর্গানিক ফলোয়ার পাওয়ার ক্ষেত্রে যে কারঘ প্রথম পছন্দ ফেমউইক। এরা চেষ্টা করে অর্গানিক পদ্ধতিতেই ফলোয়ার বাড়ানোর। এই ওয়েবসাইট নিশ্চিত করে যে ফলোয়াররা অ্যাকটিভ। তবে এর জন্য আপনাকে দিতে হবে ইউজার নাম, তারপর একটি প্যাকেজ বেছে নিতে হবে। অর্থাৎ আপনি কত টাকার প্যাকেজ নেবেন। কয়েকদিনের মধ্যেই পরিবর্তন দেখতে পাবেন আপনি। বাড়তে শুরু করবে ফলোয়ার, লাইক, রিচ ও ভিউ।
সোশ্যালপ্রোস-এর ক্ষেত্রে কয়েক ঘণ্টার মধ্যেই নজরে পড়ে পরিবর্তন। বুজিওড বিভিন্ন প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত করে আপনার ইনস্টাগ্রাম প্রোফাইল। ১২ থেকে ২৪ ঘণ্টার মধ্যেই বাড়তে শুরু করে লাইক, রিচ, ফলোয়ার। অর্ডারের সঙ্গে সঙ্গেই ফলোয়ার বুস্ট করে স্ট্রমলাইকস।
আরও পড়ুন
ইনস্টাগ্রামে আসছে নতুন এআই ফিচার, যেসব সুবিধা পাবেন
টিকটকের জনপ্রিয় ফিচার পাবেন ইনস্টাগ্রামে
সূত্র: সংবাদ প্রতিদিন
কেএসকে/এমএস

15 hours ago
3









English (US) ·