ইরানে হেরন ড্রোনের ধ্বংসাবশেষ প্রদর্শন

3 hours ago 5
ইরানের রাজধানী তেহরানে আয়োজিত একটি আন্তর্জাতিক সমরাস্ত্রের প্রদর্শনীতে ইসরায়েলি ড্রোনের ধ্বংসাবশেষ প্রদর্শনীর জন্য রাখা হয়েছে, যা দেখার পর তাদের ড্রোনশিল্প নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। এতদিন দেশটি তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও ড্রোনশিল্প নিয়ে প্রকাশ্যে দম্ভ দেখিয়ে আসছিল। এবার তাদের সেই দম্ভ চুরমার করে দিলো ইরান। ইরান এবার প্রদর্শনীতে বিভিন্ন ধরনের সব সমরাস্ত্র নিয়ে এসেছে। সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গেছে, ইরানের ভূমিতে হামলা চালাতে এসে প্রতিরোধের মুখে ভূপাতিত হওয়া ইসরায়েলের সর্বাধুনিক হেরন ড্রোনের ধ্বংসাবশেষ প্রদর্শনীর জন্য রাখা হয়েছে। পাশেই ছড়িয়ে ছিটিয়ে আছে ড্রোনের প্রপেলার, ডানা ও বিভিন্ন ধাতব টুকরোর ধংসাবশেষ। আরেকটু সমনে এগুতেই যেন মাথা উঁচু করে অভ্যর্থনা জানায় ইরানের গর্ব শাহিদ সিরাজের সকল ড্রোন, তৃতীয় প্রজন্মের খোরদাদ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, রুশ যুদ্ধবিমান সুখোই সু-২২, অত্যাধুনিক রাডার সিস্টেম ও আধুনিক প্রতিরক্ষা কন্ট্রোল রুমের সঙ্গে ক্ষেপণাস্ত্র সজ্জিত লঞ্চিং প্যাড। ইরানের ইসলামি রেভল্যুশনারি গার্ড কর্পস-আইআরজিসি সোমবার রাজধানী তেহরানে এরোস্পেস ফোর্স এচিভমেন্ট এক্সিবিশন নামের এ প্রদর্শনীর  আয়োজন করে। আইআরজিসি দাবি করেছে, সাম্প্রতিক ১২ দিনের ইরান-ইসরায়েল যুদ্ধে রাইজিং লায়ন অভিযানের আওতায় ইরানে হামলা চালায় ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্র। এর প্রতিক্রিয়ায় ইসরায়েলে অপারেশন ট্রু প্রমিজ-৩ নামের পাল্টা অভিযান চালায় ইরান। এসময় ইরানের ভূমিতে হামলা চালাতে এলে অসংখ্য হেরন ড্রোন ভূপাতিত করে ইরান। পরে অবশ্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় দুই দেশ সাময়িক যুদ্ধবিরতিতে রাজি হয়। এই প্রদর্শনীতে এবার তেহরান যেন বার্তা দিল যে তারা এখন মধ্যপ্রাচ্যে সবেচেয়ে অপ্রতিরোধ্য শক্তি।
Read Entire Article