ইসলামের বাংলাদেশ গড়তে চাই : মামুনুল হক

3 hours ago 7

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, সোনার নয়, নতুন নয়, সবুজ নয়, ডিজিটাল নয়— আমরা ইসলামের বাংলাদেশ দেখতে চাই, গড়তে চাই। মানুষের তৈরি তন্ত্র-মন্ত্র নয়, তার দল আল্লাহর জমিনে আল্লাহর দেওয়া খেলাফত শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাই।

মঙ্গলবার (৪ নভেম্বর) সন্ধ্যায় নেত্রকোনার পূর্বধলা হেলিপ্যাড মাঠে খেলাফত মজলিস আয়োজিত গণসমাবেশে এ কথা জানান।

জাতীয় নির্বাচনের আগে গণভোটের দাবি করে মামুনুল হক বলেন, জুলাই সনদের ফসল ঘরে তুলতে না পারলে বাংলার মানুষ অর্জিত স্বাধীনতা আবার হাতছাড়া করবে। জাতীয় সংসদ নির্বাচনের আগে জুলাই সনদের গণভোট বাস্তবায়ন করতে হবে। জুলাই সনদ পুঙ্খানুপুঙ্খভাবে বাস্তবায়ন করতে হবে। জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান করতে হবে। জুলাই সনদের মানদণ্ডেই নির্বাচন হলে কোনো লুটেরা, সন্ত্রাসী বা দেশবিরোধী অপশক্তির স্থান হবে না। আগামীর বাংলাদেশ হবে জুলুম ও বৈষম্যমুক্ত ইনসাফের দুর্গ।

সমাবেশে নেত্রকোনা-৫ আসনে দলটির মনোনীত প্রার্থী মাওলানা মোশাররফ হোসেনকে পরিচয় করিয়ে দেওয়া হয়। সভায় মাওলানা মোশাররফ হোসেনের সভাপতিত্বে শাইখুল হাদিস মাওলানা জিয়া উদ্দিনসহ আলেম-ওলামারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন : তুরস্কের অনারারি কনসাল জেনারেল হিসেবে মোস্তফার নিয়োগ অনুমোদন

Read Entire Article