ঈদুল ফিতরের জন্য প্রস্তুত হচ্ছে ‘দম’

3 hours ago 5
দীর্ঘদিন পর ঢালিউডে জাঁকজমক আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো নতুন সিনেমা ‘দম’-এর মহরত। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা রেদওয়ান রনি পরিচালিত এই ছবিটি প্রযোজনা করছে এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেড, সহপ্রযোজনায় রয়েছে ওটিটি প্ল্যাটফর্ম চরকি। মহরতটি অনুষ্ঠিত হয় বুধবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর একটি ক্লাবে। সিনেমায় অভিনয় করছেন চঞ্চল চৌধুরী, আফরান নিশো ও পূজা চেরি। জানা গেছে, ‘দম’-এর শুটিং শুরু হবে শিগগিরই কাজাখস্তানে, যেখানে ইতোমধ্যেই লোকেশন দেখে এসেছেন নির্মাতা, প্রযোজক ও অভিনয়শিল্পীরা। পরিচালক রেদওয়ান রনি বলেন, ‘দুর্গম কিছু লোকেশনে শুটিং করব, যেখানে আবহাওয়াও বেশ প্রতিকূল। গল্পের সঙ্গে মানানসই স্থান ও টেকনিক্যাল সাপোর্ট পাওয়ায় আমরা কাজাখস্তানকেই বেছে নিয়েছি। দর্শকদের দোয়া নিয়ে শুটিং শুরু করতে চাই।’ প্রযোজক শাহরিয়ার শাকিল জানান, কঠিন একটি চিত্রনাট্যের কাজ হওয়ায় শুটিং শুরুর প্রস্তুতিতে সময় লেগেছে তাদের। মহরতে সিনেমার চিত্রনাট্যকার হিসেবে পরিচিত করা হয় সৈয়দ আহমেদ শাওকী, আল আমিন হাসান নির্ঝর ও মো. সাইফুল্লাহ রিয়াদকে। নির্মাতার ভাষায়, ‘সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত এই গল্পে বাস্তবতা ও ফিকশনের ভারসাম্য রাখাই ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ।’ সিনেমাটি নিয়ে পূজা চেরি বলেন, ‘দম’ সিনেমায় যুক্ত হয়ে মনে হয়েছে এটা আমার অভিনয় জীবনের পুনর্জন্ম। চরিত্রটা অনেক চ্যালেঞ্জিং। ক্যামেরার সামনে নাকি মেকআপ ছাড়াই অভিনয় করতে হবে—এটাই সবচেয়ে বড় পরীক্ষা। অভিনেতা আফরান নিশো জানান, চরিত্রের জন্য তিনি এক মাসে ওজন কমিয়েছেন ১২-১৪ কেজি। অন্যদিকে, চঞ্চল চৌধুরী বলেন, ‘এটা সম্পূর্ণ নতুন গল্প ও চরিত্র। দুই বছর ধরে এই কাজের জন্য অপেক্ষা করছি।’ মহরত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাহিত্যিক–সাংবাদিক আনিসুল হক, গীতিকার কবির বকুল, নির্মাতা শিহাব শাহীন, তানিম নূর, শঙ্খ দাশ গুপ্ত, অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা, সাদিয়া আয়মান, কণ্ঠশিল্পী দিলশাদ নাহার কনা, প্রযোজনা প্রতিষ্ঠানের কর্মকর্তাসহ চলচ্চিত্র অঙ্গনের পরিচিত মুখেরা। ‘দম’ সিনেমাটি ২০২৬ সালের ঈদুল ফিতরে মুক্তির লক্ষ্য নিয়ে নির্মিত হচ্ছে।
Read Entire Article