প্রেম যখন দরজায় কড়া নাড়ে তখন মনের মধ্যে অন্যরকম এক দ্বিধা কাজ করে। হঠাৎ করেই যদি প্রিয় মানুষটি হারিয়ে যায়! এমনই সংশয় আর গভীর প্রেমের আবেগ নিয়ে গান বেঁধেছেন ‘ধ্রুব মিউজিক আমার গান’ প্রতিযোগিতার সিলেটের প্রতিযোগী স্বর্ণা দাস তৃষা।
নিজের কথা, সুর ও কণ্ঠে তৃষার গানের শিরোনাম ‘এই অজানা পথে পা ফেলে’। গানটির সংগীতায়োজন করেছেন এস পুলক, তরিক ও আমজাদ হোসেন। ভিডিও র্নিমাণ আল মাসুদের। প্রকাশ করছে ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)।
গানটি নিয়ে তৃষা জানান, ‘গান আমার কাছে প্রার্থনার মত। নিজের আবেগ-অনুভুতিগুলো আমি গানের মাধ্যমে প্রকাশ করি। আশা করছি ‘এই অজানা পথে পা ফেলে’ গানটি সবার হৃদয়ে দাগ কেটে যাবে।’
ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) জানায়, গানটি প্রকাশ পাচ্ছে ২২ মে, বৃহস্পতিবার তাদের ইউটিউব চ্যানেলে। সেই সাথে গানটি শুনতে পাওয়া যাবে স্পটিফাই, অ্যাপেল মিউজিকসহ দেশি ও আর্ন্তজাতিক একাধিক মিউজিক প্ল্যাটফর্মে।
এলআইএ/এমএস

5 months ago
14









English (US) ·