একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট নতুন সংকট সৃষ্টি করবে : রাশেদ প্রধান

2 hours ago 6

জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বক্তব্য একই সঙ্গে আনন্দ ও বেদনার মিশ্র অনুভূতি সৃষ্টি করেছে। বিলম্ব হলেও বহুল আকাঙ্ক্ষিত জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি আমাদের জন্য আনন্দদায়ক। কিন্তু একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজন নতুন করে সংকট সৃষ্টি করবে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাতে প্রধান উপদেষ্টার ভাষণের উপর প্রাথমিক প্রতিক্রিয়ায় এসব কথা বলেন তিনি।

রাশেদ প্রধান বলেন, হাজারো শহীদের রক্তের বিনিময়ে প্রাপ্ত নতুন বাংলাদেশে প্রধান উপদেষ্টার বক্তব্যে (বৃহস্পতিবারের) দেশ ও জাতির প্রত্যাশা পূরণ হয়নি। 

তিনি আরও বলেন, জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন হওয়ার কথা ছিল, অথচ একই দিনে জুলাই সনদের আইনিভিত্তি এবং জাতীয় নির্বাচনের প্রার্থী বেছে নেওয়ার দায়িত্ব দিতে চায় অন্তর্বর্তী সরকার দেশের জনগণকে। সংস্কার প্রশ্নের মুখে এবং সংকটে জর্জরিত হলো।

Read Entire Article