একসঙ্গে খেলে আন্তর্জাতিক ক্রিকেটে বিরল কীর্তি গড়লেন বাবা-ছেলে

1 day ago 9

আন্তর্জাতিক ক্রিকেটে বাবা-ছেলের খেলার ঘটনা নতুন নয়। শিবনারায়ণ চন্দরপাল– তেজনারায়ণ চন্দরপাল কিংবা সুনীল গাভাস্কার-রোহন গাভাস্কারের মতো আরও বেশ কিছু উদাহরণ রয়েছে। তবে আন্তর্জাতিক ক্রিকেটে বাবা-ছেলের একই ম্যাচে খেলা, জুটি গড়া— এমন ঘটনা বিরলই বলা চলে। 

এমনই বিরল ঘটনা ঘটেছে ইন্দোনেশিয়ায়। পূর্ব তিমুরের ক্রিকেট ইতিহাসে প্রথম আন্তর্জাতিক ম্যাচেই ঘটল এই কীর্তি। দলের হয়ে একসঙ্গে ব্যাটিং করেছেন বাবা সুহায়েল সাত্তার ও ছেলে ইয়াহিয়া সুহায়েল। চতুর্থ উইকেটে তাদের জুটি থেকে আসে মাত্র ২ রান। বাবার ব্যাট থেকে আসে ১৪ রান আর ছেলে ইয়াহিয়া থামেন ১ রানে।

ম্যাচ হারার পাশাপাশি ব্যাট হাতে বড় ইনিংস খেলতে না পারলেও ইতিহাসে জায়গা করে নিয়েছেন সুহায়েল ও ইয়াহিয়া। ভবিষ্যতে হয়তো আরও বাবা–ছেলেকে এক দলে খেলতে দেখা যাবে, তবে ‘প্রথম’ হয়ে থাকার সৌভাগ্য তো একবারই আসে।

এর আগে, মেয়েদের আন্তর্জাতিক ক্রিকেটে সুইজারল্যান্ডের মা-মেয়ে একসঙ্গে খেলেছেন। সুইজারল্যান্ড নারী ক্রিকেট দলের ৪৫ বছর বয়সী মেট্টি ফার্নান্দেজ ও তার ১৭ বছর বয়সী মেয়ে নায়না মেট্টি সাজু এ বছরের শুরুতে খেলেছেন একসঙ্গে ছয়টি টি-টোয়েন্টি ম্যাচ।

Read Entire Article