এবারই প্রথম আন্তর্জাতিক চা দিবসের সঙ্গে মিল রেখে দেশে পালন হচ্ছে জাতীয় চা দিবস। আন্তর্জাতিকভাবে ২১ মে চা দিবস হিসেবে পালন করা হয়।
জানা গেছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৫৭ সালের ৪ জুন থেকে ১৯৫৮ সালের ২৩ অক্টোবর পর্যন্ত প্রথম বাঙালি হিসেবে চা বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
চা শিল্পে শেখ মুজিবুর রহমানের অবদান ও চা বোর্ডের চেয়ারম্যান হিসেবে যোগদানের তারিখ ৪ জুনকে স্মরণীয় করে রাখতে তার জন্মশতবার্ষিকীতে জাতীয়ভাবে চা দিবস পালনের সিদ্ধান্ত নেওয়া হয় ২০২০ সালে।
এর পরের বছর থেকে আন্তর্জাতিক চা দিবসের সঙ্গে মিল না রেখে চা বোর্ডের আয়োজনে ৪ জুন জাতীয়ভাবে চা দিবস পালন করা হয়েছে। তবে এবারই প্রথম এটা বদলে আন্তর্জাতিক দিবসের সঙ্গে মিল রেখে চা দিবস পালন করা হচ্ছে।
বুধবার (২১ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে পঞ্চম জাতীয় চা দিবসের অনুষ্ঠানে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান বলেন, এবারে চা দিবসের দিনটি পরিবর্তন করা হয়েছে। যৌক্তিক কারণেই আন্তর্জাতিকভাবে ঘোষিত দিনটির সঙ্গে সমন্বয় করে এই দিবসটি পালন করা হচ্ছে। এর জন্য প্রয়োজনীয় বিধিবিধান দ্রুতই পরিবর্তন করা হবে।
এনএইচ/বিএ/জিকেএস

5 months ago
51









English (US) ·