এনসিপি নেতার বাসায় দুর্বৃত্তের আগুন

2 hours ago 4

নেত্রকোনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সংগঠক (উত্তরাঞ্চল) প্রীতম সোহাগের বাড়ির ফটকে দুর্বৃত্তরা আগুন দিয়েছে বলে অভিযোগ উঠেছে। রোববার (৯ নভেম্বর) রাত ১২টার দিকে সদর উপজেলার গজিনপুর এলাকায় এ ঘটনা ঘটে।

প্রীতম সোহাগ বলেন, রোববার রাত আনুমানিক ১২টার দিকে কে বা কারা বাড়ির ফটকের সামনে আগুন দেয়। গৃহস্থালির কিছু জিনিস পুড়ে যাওয়ার পাশাপাশি বিদ্যুতের মিটার ক্ষতিগ্রস্ত হয়। তবে বড় ধরনের কোনো ক্ষতি হয়নি, আগুন নিভে যায়।

তিনি বলেন, রোববার রাতে জেলা শহর থেকে আমার স্ত্রীকে নিয়ে বাড়িতে এসে রাত ১০টার দিকে গেট বন্ধ করে ঘুমিয়ে পড়ি। সকালে লোকজন আমাকে ঘুম থেকে ডেকে জানান আগুনের ঘটনা। ধারণা করছি- পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। বাড়ি থেকে কিছুটা দূরে রাস্তায় আমার চাচাত ভাই এনামুল হকের মুদির দোকান রয়েছে। তিনি দেখেছেন আমার বাড়ি থেকে রাত সাড়ে ১২টার দিকে একটি মোটরসাইকেলে তিনজন বের হতে। ধারণা করা হচ্ছে ওই দুর্বৃত্তরাই আগুন ধরিয়ে সঙ্গে সঙ্গে চলে যায়। 

সোহাগ বলেন, ধারণা করছি আমার রাজনৈতিক প্রতিপক্ষ এ ঘটনা ঘটিয়েছে। তবে এসবে আমি ভীত নই। কারণ বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে আমি ১১ নম্বর কেন্দ্রীয় সমন্বয়ক ছিলাম। এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এএফ রহমান হলের নেতৃত্ব দিয়েছি। সুতরাং এভাবে আমি ভীত নই। তবে যারা এই হীন কাজ করেছেন, তাদের আইনের আওতায় নেওয়ার দাবি জানাচ্ছি। বিষয়টি আমি থানা পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীকে জানিয়েছি।

নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজি শাহনেওয়াজ বলেন, এনসিপি নেতার বাড়ির গেটে আগুন দিয়েছে বলে শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এই ঘটনায় তদন্ত চলছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

Read Entire Article