জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজনৈতিক লিয়াজোঁ কমিটি গঠিত হয়েছে। এতে কমিটির প্রধান করা হয়েছে আরিফুল ইসলাম আদীবকে।
মঙ্গলবার (৬ মে) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, বিভিন্ন রাজনৈতিক দল, উদ্যোগ ও পক্ষের সাথে আলাপ-আলোচনার জন্য এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলামের অনুমোদনক্রমে রাজনৈতিক লিয়াজোঁ কমিটি গঠিত হয়েছে। এর প্রধান আরিফুল ইসলাম আদীব।
কমিটির অন্য সদস্যরা হলেন- নুসরাত তাবাসসুম, মাহবুব আলম, ড. আতিক মুজাহিদ, আশরাফ উদ্দিন মাহাদী, অনিক রায়, মুহাম্মদ হাসান আলী, ফরিদুল হক, মাওলানা সানাউল্লাহ খান ও সাদ্দাম হোসেন।
এদিকে, জাতীয় ঐকমত্য কমিশনের কাছে রাষ্ট্রের মৌলিক সংস্কারের জন্য রূপরেখা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
মঙ্গলবার (০৬ মে) দলটির সদস্য সচিব আখতার হোসেন জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে সংলাপে অংশ নিয়ে এ সংস্কার প্রস্তাব কমিশনের সহসভাপতি আলী রীয়াজের কাছে হস্তান্তর করেন।
আখতার হোসেন বলেন, মৌলিক সংস্কারের মধ্যে নির্বাচনী ব্যবস্থা বা আসন ভিত্তিক দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমে সংবিধান সংস্কারের মতো বিষয়গুলো অন্তর্ভুক্ত নয়। বরং তিনি ক্ষমতার ভারসাম্য, জবাবদিহিতা এবং বিকেন্দ্রীকরণের গুরুত্বকেই মৌলিক সংস্কারের মূল ভিত্তি হিসেবে বিবেচনা করেন।
তিনি বলেন, এই ভিত্তি অর্জন করতে হলে সাংবিধানিক ও রাষ্ট্র কাঠামো থেকে স্বৈরতান্ত্রিক এবং ফ্যাসিবাদী উপাদানগুলো কীভাবে দূর করা যায়, সাংবিধানিক পদগুলোর নিয়োগে দলীয়করণের বাইরে এসে কীভাবে জাতীয় স্বার্থকে প্রাধান্য দেওয়া যায় এবং কীভাবে বিচারবিভাগকে রাজনৈতিকভাবে মুক্ত করে সত্যিকার অর্থে ন্যায়বিচারের প্রতীক হিসেবে প্রতিষ্ঠা করা যায়, এসব বিষয়কেও মৌলিক সংস্কারের অন্তর্ভুক্ত বলে আমরা মনে করি। এসব মৌলিক সংস্কারের প্রয়োজনীয় বিষয়গুলোর রূপরেখা আমরা ঐকমত্য কমিশনে জমা দিয়েছি।

 5 months ago
                        40
                        5 months ago
                        40
                    








 English (US)  ·
                        English (US)  ·