শরীয়তপুরের জাজিরার পদ্মা সেতু দক্ষিণ থানাধীন নাওডোবা এলাকায় সড়ক অবরোধ, ট্রাকে অগ্নিসংযোগ ও পুলিশের গাড়িতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল ৬টার দিকে ভাঙ্গা-ঢাকা এক্সপ্রেসওয়ের নাওডোবা এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ তাদের ঘোষিত লকডাউন কর্মসূচির অংশ হিসেবে ভোরবেলা নাওডোবা এলাকায় মিছিল বের করে ককটেল বিস্ফোরণ করে।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে দুর্বৃত্তরা পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার গাড়িতে ককটেল নিক্ষেপ করে। এতে গাড়ির সামনের কাচ ভেঙে যায়।
পুলিশ জীবন বাঁচাতে কিছুটা পিছু হটলে, সুযোগ পেয়ে দুষ্কৃতকারীরা তস্তারকান্দি এলাকায় একটি চিনিবোঝাই ট্রাকে অগ্নিসংযোগ করে পালিয়ে যায়। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় প্রায় দুই ঘণ্টা ধরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে যান চলাচল সম্পূর্ণ বন্ধ ছিল।
এদিকে আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনের ওই মিছিলের ৩৯ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছাত্রলীগের ভেরিফায়েড পেজে আপলোড করা হয়েছে। ভিডিওতে দেখা যায়, শতাধিক নেতাকর্মী হাতে লাঠিসোঁটা নিয়ে নাওডোবা এলাকায় মিছিল করছে। মিছিলের সম্মুখভাগে থাকা এক ব্যক্তির হাতে ককটেলও দেখা যায়।
এ বিষয়ে পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম রসুল বলেন, সকাল ৬টার দিকে খবর পাই কিছু দুষ্কৃতকারী কুতুবপুর সীমান্তসংলগ্ন এলাকায় সড়ক অবরোধ ও ককটেল বিস্ফোরণ করছে। খবর পেয়ে আমরা সেখানে পৌঁছালে আমাদের গাড়িতে ককটেল নিক্ষেপ করা হয়। জীবন বাঁচাতে কিছুটা পিছু হটলে দুর্বৃত্তরা একটি ট্রাকে আগুন দিয়ে পালিয়ে যায়। পরে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। ঘটনাস্থল থেকে তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
তিনি আরও জানান, বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।
বিষয়টি নিয়ে শরীয়তপুর জেলা পুলিশ সুপার নজরুল ইসলাম বলেন, একটি ট্রাকে দুষ্কৃতকারীরা অগ্নিসংযোগ করেছে বলে জানতে পেরেছি। বিষয়টি আমরা খতিয়ে দেখছি। বর্তমানে যান চলাচল স্বাভাবিক আছে। তা ছাড়া মিছিলের বিষয়টি আমাদের নজরে এসেছে। সব ধরনের বিশৃঙ্খলা এড়াতে আমাদের পুলিশ মাঠে আছে।
এর আগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ঢাকা-খুলনা মহাসড়ক ও বরিশাল মহাসড়কের একাধিক স্থানে অবরোধ করে রাখা হয়েছে।
বৃহস্পতিবার সুয়াদি, পুখুরিয়া ও পুলিয়া এলাকায় ভোর থেকেই আওয়ামী লীগের নেতাকর্মীরা ঢাল, তলোয়ার শড়কি, রামদা, কাটরা, টেঁটাসহ দেশি অস্ত্রশস্ত্র নিয়ে টায়ার জ্বালিয়ে অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন।
এ ছাড়া গোপালগঞ্জে গণপূর্ত বিভাগ ও গ্রামীণ ব্যাংকের একটি শাখায় পেট্রল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে।

1 hour ago
4








English (US) ·