‘এমপি হওয়া বড় কথা নয়, মানুষের ভালোবাসাই আসল’

2 hours ago 4

নাটোর-৩ (সিংড়া) আসনে ধানের শীষের মনোনয়নপ্রত্যাশী ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দাউদার মাহমুদ বলেছেন, এমপি হওয়া বড় কথা নয়, মানুষের ভালোবাসাই আসল। জনগণের বন্ধু হতে এমপি হওয়া লাগে না

বুধবার (১২ নভেম্বর) সকাল ১১টায় সিংড়া উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত জনসভায় এসব কথা বলেন তিনি।

দাউদার মাহমুদ বলেন, ২০১৮ সালে নির্বাচনে ধানের শীষ মনোনয়ন পেয়েছিলাম। সামনে আবারও ধানের শীষ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হবে। হাতের ধানের শীষ থাকবে, না হয় অন্তরে ধানের শীষ থাকবে। আমার নেতা তারেক রহমানের নির্দেশ পালন করতে গিয়ে মার খেয়েছি, হামলা খেয়েছি। তবু দল ছাড়িনি, কারও সঙ্গে আপস করিনি। দলের মনোনয়ন যদি নাও পাই, জীবনের শেষ দিন পর্যন্ত আপনাদের সঙ্গে থাকবে। আগামী দিনে আমি এমপি হতে না পারলেও আপনাদের পাশে থাকবে।

তিনি আরও বলেন, একটি নেতার জন্য একটি ধানের শীষ যথেষ্ট নয়, একটি নেতার জন্য এমপি হওয়া যথেষ্ট নয়। আপনাদের মতো লাখো মানুষের ভালোবাসা যথেষ্ট। আমি আপনাদের ভালোবাসার মানুষ হয়ে থাকতে চাই।

বিএনপির এ নেতা বলেন, সারের জন্য আমার কোনো কৃষককে আন্দোলন করে মরতে হবে না। সিংড়ার ১২ ইউনিয়নে ১২ জন ডিলার রয়েছেন। বিএনপি ক্ষমতায় গেলে একাধিক ডিলার নিয়োগ দেওয়া হবে। প্রত্যেক কৃষক যেন তাদের অধিকার পান। সারের জন্য কোনো কৃষককে দুশ্চিন্তা পোহাতে হবে না।

সিংড়া উপজেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল নেছা পুতুলের সভাপতিত্বে জনসভায় বক্তব্য দেন সিংড়া পৌর বিএনপির সদস্যসচিব তাইজুল ইসলামসহ সংগঠনের নেতারা।

Read Entire Article