এমবাপ্পে-বেলিংহ্যাম ঝলকে মাদ্রিদের বড় জয়

15 hours ago 6
স্প্যানিশ লা লিগায় রিয়াল মাদ্রিদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে শনিবারের রাতটি ছিল রাজকীয় ফুটবলের উৎসব। জুড বেলিংহ্যামের নৈপুণ্য আর প্রথমার্ধে কিলিয়ান এমবাপ্পের জোড়া গোলে উড়ে গেল হতশ্রী ভালেন্সিয়া। ভিনিসিয়ুসও ফিরলেন দায়িত্বশীল ভূমিকায় আর তাতেই জাবি আলোনসোর অধীনে এই রিয়াল মাদ্রিদ জয় পেল ৪-০ গোলে। লা লিগার এই ম্যাচে বার্নাব্যুতে মুখোমুখি হয়েছিল শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদ ও পয়েন্ট টেবিলের তলানিতে থাকা ভ্যালেন্সিয়া। কাগজে কলমে ব্যবধান যেমন, মাঠেও তেমনই ফুটে উঠল—রিয়ালের ৪-০ ব্যবধানের নিষ্ঠুর জয় যেন দেখিয়ে দিল, কেন তারা এই মৌসুমের সবচেয়ে ভয়ংকর দল। শুরুর বাঁশি বাজতেই আধিপত্যে ঢেকে দিল মাদ্রিদ। হানি মুখতার বা দানজুমাদের প্রতিরোধ গড়ে ওঠার আগেই রিয়াল তাদের চেপে ধরল হাই প্রেসিংয়ে। গোলরক্ষক আগিরেজাবালার কৃতিত্বেই প্রথম ১৫ মিনিটে রক্ষা পায় ভালেন্সিয়া। কিন্তু বেশি সময় টেকেনি সেই প্রতিরোধ। প্রথম গোল আসে পেনাল্টি থেকে। এমবাপ্পে বক্সে ঢুকে ফাউলের শিকার হলে রেফারি দেরিতে হলেও পেনাল্টির বাঁশি বাজান। এবার ফরাসি তারকা ভুল করেননি—সজোরে শটে বল পাঠান জালে, দলকে এগিয়ে নেন। কিছুক্ষণের মধ্যেই বেলিংহাম–আরদা গুলারের নিখুঁত সমন্বয়ে আসে দ্বিতীয় গোল। ইংলিশ মিডফিল্ডারের চোখধাঁধানো থ্রু পাস থেকে গুলেরের বল কন্ট্রোল আর এমবাপ্পেকে পাস আর তার ডান পায়ের জোরালো শটে ব্যবধান হয় দ্বিগুণ। রিয়ালের খেলা তখন একতরফা। ফেডে ভালভার্দে ডান প্রান্তে আধিপত্য দেখাচ্ছেন, চুয়ামেনি মাঝমাঠে প্রতিটি বল দখল করছেন। ডিন হুইসেন ও মিলিতাওয়ের রক্ষণও ছিল অদম্য। আর বেলিংহ্যাম ছিলেন দলের প্রাণভোমড়া—কখনো আক্রমণ গড়ে তুলছেন, কখনো বল কাড়ছেন। এরমধ্যে অবশ্য ভিনিসিয়ুস একটি পেনাল্টি মিস করেছেন। তবে তা রিয়ালের আক্রমণে কোন প্রভাবই ফেলেনি। তৃতীয় গোলটি আসে বেলিংহ্যামের শ্রেষ্ঠত্বের স্বাক্ষর হিসেবে। বাঁ দিক থেকে দারুণ ড্রিবলে দুই ডিফেন্ডারকে কাটিয়ে জুড বেলিংহ্যাম বাঁ পায়ে অসাধারণ শটে বল পাঠান পোস্টের ভেতর—গ্যালারিতে তুমুল করতালিতে মেতে ওঠে দর্শক। প্রথমার্ধ শেষ হয় ৩-০ তে। দ্বিতীয়ার্ধে আলোনসো কিছুটা রক্ষণাত্মক পরিবর্তন আনেন—চুয়ামেনিকে তুলে নেন হলুদ কার্ডের ঝুঁকিতে, ইনজুরিতে গুলেরকেও বদলি করা হয়। মাদ্রিদ গতি কমালেও নিয়ন্ত্রণ ছাড়েনি। শেষে দারুণ এক শটে চতুর্থ গোলটি করেন আলভারো ক্যারাসেস—৪-০ তে নিশ্চিত হয় রিয়ালের বড় জয়।
Read Entire Article