এরশাদ উল্লাহর ওপর হামলার নিন্দা আমীর খসরুর
রাজনীতি
চট্টগ্রাম ব্যুরো 2025-11-05চট্টগ্রাম-৮ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহর ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
বুধবার সন্ধ্যায় এক বিবৃতিতে তিনি বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত করে ঘটনার দ্রুত ব্যবস্থা নিতে হবে। গণসংযোগকালে প্রার্থীর ওপর হামলার ঘটনা আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বানচালের ষড়যন্ত্র হয়ে থাকতে পারে।’
বুধবার সন্ধ্যার দিকে নগরের হামজারবাগ এলাকায় গণসংযোগের সময় এরশাদ উল্লাহকে লক্ষ্য করে দুর্বৃত্তরা। এসময় তিনিসহ তিনজন আহত হন। পরে আহত অবস্থায় তাকে নগরের এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় সারোয়ার বাবলাসহ আরও দুইজন গুলিবিদ্ধ হয়েছেন। তাদেরকেও হাসপাতালে নেওয়া হয়েছে।
বায়েজিদ বোস্তামী থানার ওসি মো. জসিম উদ্দিন জানান, এরশাদ উল্লাহ বায়েজিদ এলাকায় নির্বাচনী প্রচারণা চালানোর সময় দুর্বৃত্তরা এসে গুলি করেছেন। এতে এরশাদ উল্লাহসহ তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। কারা এ ঘটনার সঙ্গে জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে।
© Samakal
21 hours ago
5









English (US) ·