এশিয়া কাপ ট্রফি ফেরত দিতে ভারতের দুই দিনের আল্টিমেটাম

3 hours ago 5

ভারত ইতিমধ্যেই জিতেছে এশিয়া কাপের নবম শিরোপা। কিন্তু এক মাস কেটে গেলেও এখনো ট্রফিটি পৌঁছায়নি মুম্বাইয়ে বিসিসিআই অফিসে। বিষয়টি নিয়ে ক্রমেই বিরক্তি বাড়ছে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) মধ্যে। অবশেষে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতি মহসিন নকভিকে দুই দিনের আল্টিমেটাম দিয়েছে বোর্ড—এর মধ্যে ট্রফি ভারতে না এলে বিষয়টি আইসিসির সভায় তুলবে তারা।

বিসিসিআইয়ের যুগ্ম সম্পাদক দেবজিত সাইকিয়া এক সাক্ষাৎকারে নিশ্চিত করেছেন, আসন্ন আইসিসি’র ত্রৈমাসিক সভায় (৪ নভেম্বর, দুবাই) ট্রফি বিতর্কের বিষয়টি প্রধান আলোচ্য হিসেবে উত্থাপন করা হবে। তবে তার আগেই যদি ট্রফি পৌঁছে যায়, তাহলে পরিস্থিতি শান্তিপূর্ণভাবেই মিটে যেতে পারে বলে আশাবাদী তিনি।

সাইকিয়া বলেন, ‘হ্যাঁ, আমরা কিছুটা অসন্তুষ্ট। এক মাস পার হয়ে গেছে, তবুও এখনো ট্রফি আমাদের হাতে আসেনি। প্রায় ১০ দিন আগে আমরা এসিসি চেয়ারম্যানকে চিঠি দিয়েছিলাম, কিন্তু তারা কোনো পদক্ষেপ নেয়নি।’

তিনি আরও জানান, ‘তারা এখনো ট্রফিটি নিজেদের কাছে রেখেছে। তবে আমরা আশা করছি এক-দুই দিনের মধ্যেই এটি মুম্বাইয়ে আমাদের অফিসে পৌঁছাবে। যদি তা না হয়, তাহলে বিষয়টি আমরা আইসিসির বৈঠকে আনুষ্ঠানিকভাবে তুলব।’

দৃঢ় কণ্ঠে ভারতীয় সমর্থকদের আশ্বস্ত করে সাইকিয়া বলেন, ‘এই বিষয়ে আমরা সম্পূর্ণ প্রস্তুত। আমি ভারতবাসীকে আশ্বস্ত করতে চাই—ট্রফি এখনো আসেনি, কিন্তু অবশ্যই ফিরবে। সময়টা নির্দিষ্ট নয়, তবে একদিন এটা আসবেই।’

তিনি আরও যোগ করেন, ‘আমরা সব ম্যাচে পাকিস্তানকে হারিয়ে শিরোপা জিতেছি। চ্যাম্পিয়ন আমরা হয়েছি, সেটার প্রমাণ সব রেকর্ডেই আছে—শুধু ট্রফিটাই অনুপস্থিত। আশা করি, সুস্থবুদ্ধি কাজ করবে।’

ঘটনার সূত্রপাত ২৮ সেপ্টেম্বর দুবাইয়ে অনুষ্ঠিত এশিয়া কাপ ফাইনালে। টানটান উত্তেজনার ম্যাচে ভারত শেষ ওভারে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে শিরোপা জেতে। কিন্তু ট্রফি হস্তান্তরের সময় দেখা দেয় অভূতপূর্ব অস্বস্তিকর পরিস্থিতি—ভারতীয় দল এসিসি সভাপতি মহসিন নকভির কাছ থেকে ট্রফি নিতে অস্বীকৃতি জানায়।

ট্রফি পরবর্তীতে অনুষ্ঠানস্থল থেকে সরিয়ে নেওয়া হয় কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা ছাড়াই। ফলে ভারতের শিরোপা উদ্‌যাপন হয়—ট্রফি ছাড়াই!

বিসিসিআই কর্মকর্তারা তখন জানান, ‘আমরা সিদ্ধান্ত নিয়েছি যে পাকিস্তানের একজন মন্ত্রীর কাছ থেকে ট্রফি গ্রহণ করব না। কিন্তু এর মানে এই নয় যে, ট্রফি এবং মেডেলও তিনি নিয়ে যাবেন। এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা।’

অন্যদিকে এসিসি সভাপতি মহসিন নকভি দাবি করেন, তিনি ট্রফি দিতে প্রস্তুত, তবে চান ভারতের প্রতিনিধি এসে তার কাছ থেকেই সেটি গ্রহণ করুক।

এ নিয়ে টানাপোড়েন চলছেই। তবে বিসিসিআইয়ের দৃঢ় অবস্থান এবং আইসিসিতে বিষয়টি তোলার সিদ্ধান্ত নতুন মাত্রা যোগ করেছে এই ট্রফি-নাটকে।

এক মাস পেরিয়ে গেলেও এখনও প্রশ্ন রয়ে গেছে—ভারতের হাতে কবে ফিরবে সেই এশিয়া কাপ ট্রফি?

Read Entire Article