ওআইসির বিবৃতি প্রত্যাখ্যান ভারতের, ফের পাকিস্তানকে দোষারোপ
                    
            
            চলমান ভারত-পাকিস্তান উত্তেজনা নিয়ে বিবৃতি দিয়েছে ইসলামিক সহযোগিতা সংস্থা (ওআইসি)। মঙ্গলবার (৬ মে) দেওয়া সেই বিবৃতিতে কাশ্মীরিদের অধিকারের প্রসঙ্গও উঠে আসে। তবে বিষয়টি ভালোভাবে নিচ্ছে না ভারত। ওআইসির বিবৃতি প্রত্যাখ্যান করে তারা ফের পাকিস্তানের বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়ানো অভিযোগ করেছে। 
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে মুসলিম দেশগুলোর এই সংস্থার ‘হস্তক্ষেপ’-এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে। সমালোচনা করে বলেছে, পাকিস্তানের বক্তব্যের পক্ষে সংস্থাটি অবস্থান নিয়ে বিতর্ক পুনরুজ্জীবিত করেছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শ্রী রণধির জয়সওয়াল বিবৃতিতে বলেন, আমরা ভারতের অভ্যন্তরীণ বিষয়ে ওআইসি-র হস্তক্ষেপ প্রত্যাখ্যান করি। সংস্থাটি পেহেলগাম হামলার সঙ্গে আন্তঃসীমান্ত সংযোগ এবং প্রকৃত ঘটনা হাস্যকরভাবে এড়িয়ে গেছে। 
বিবৃতিতে তিনি আরও বলেন, আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদের সঙ্গে পাকিস্তানের দীর্ঘ সম্পর্ক রয়েছে। ওআইসির বিবৃতি দেশটির মিথ্যা তথ্য ছড়ানো এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে বিভ্রান্তিতে ফেলার আরেকটি পদক্ষেপ। এর মাধ্যমে তারা ওআইসির বিবৃতিটি এনেছে। 
এর আগে ইসলামিক সহযোগিতা সংস্থা (ওআইসি) দক্ষিণ এশীয় অঞ্চলে অবনতিশীল নিরাপত্তা পরিস্থিতির ওপর গভীর উদ্বেগ প্রকাশ করে। সংস্থাটি দুপক্ষকে সংযম বজায় রাখার এবং ইসলামিক প্রজাতন্ত্র পাকিস্তান এবং ভারত প্রজাতন্ত্রের মধ্যে জরুরি ভিত্তিতে সংলাপ পুনরায় শুরু করার আহ্বান জানায়। 
কাশ্মীর বিরোধের উল্লেখ করে ওআইসির বিবৃতিতে বলা হয়েছে, অমীমাংসিত এই বিরোধ দক্ষিণ এশিয়ার শান্তি ও নিরাপত্তাকে প্রভাবিত করার মূল ইস্যু। জম্মু ও কাশ্মীরের জনগণ তাদের অবিচ্ছেদ্য স্বাধীনতার অধিকার থেকে বঞ্চিত রয়েছে। অথচ তা সংশ্লিষ্ট জাতিসংঘের নিরাপত্তা পরিষদের (ইউএনএসসি) রেজুলেশনে নিশ্চিত করা হয়েছে।                    
                    
        
        
 5 months ago
                        40
                        5 months ago
                        40
                    








 English (US)  ·
                        English (US)  ·