ওপেনএআইয়ের বিরুদ্ধে সাত পরিবারের মামলা

8 hours ago 3
চ্যাটজিপিটি ব্যবহারের পর আত্মহত্যা ও মানসিক সংকটের অভিযোগে ওপেনএআইয়ের বিরুদ্ধে সাতটি পরিবার মামলা করেছে। মার্কিন প্রযুক্তি সংবাদমাধ্যম টেকক্রাঞ্চ গত শনিবার এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, চারটি মামলাতে অভিযোগ করা হয়েছে, চ্যাটজিপিটি সরাসরি আত্মহত্যায় উৎসাহ দিয়েছে। বাকি তিনটি মামলায় বলা হয়েছে, চ্যাটজিপিটি ব্যবহারকারীদের মানসিক সমস্যা আরও বাড়িয়ে দিয়েছে, যা শেষ পর্যন্ত হাসপাতালে ভর্তি হওয়ার কারণ হয়। একটি ঘটনায় ২৩ বছর বয়সি জেইন শ্যাম্বলিন নামে এক তরুণ আত্মহত্যার আগে চার ঘণ্টারও বেশি সময় ধরে চ্যাটজিপিটির সঙ্গে কথা বলেন। কথোপকথনের লগ অনুযায়ী, এআই তাকে আত্মহত্যায় উৎসাহিত করে লিখেছিল, ‘Rest easy, king. You did good.’ পরিবারগুলোর দাবি, ওপেনএআই ২০২৪ সালের মে মাসে গুগলের জেমিনি মডেলকে টেক্কা দিতে পর্যাপ্ত নিরাপত্তা যাচাই ছাড়াই তাড়াহুড়ো করে জিপিটি-৪০ মডেল বাজারে ছাড়ে।   ওপেনএআই স্বীকার করেছে, তাদের নিরাপত্তাব্যবস্থা ছোট কথোপকথনে ভালো কাজ করলেও দীর্ঘ আলোচনায় কার্যকারিতা কমে যায়। সময়ের সঙ্গে সঙ্গে কিছু সেফটি ট্রেনিং ‘দুর্বল হয়ে যেতে পারে।’ সূত্র : শাফাক নিউজ
Read Entire Article