ওসমানী বিমানবন্দরে বোর্ডিং ব্রিজে বিমানের ধাক্কা

1 day ago 6

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বোর্ডিং ব্রিজে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমানের ধাক্কা লেগেছে। এ ঘটনায় সিলেট-লন্ডন ফ্লাইট বাতিল করা হয়েছে।

বুধবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এ ঘটনা ঘটেছে। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, বুধবার সকাল সাড়ে ১০টার দিকে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানের ইঞ্জিনে বোর্ডিং ব্রিজের ধাক্কা লাগায় নিরাপত্তার স্বার্থে বিমানটি পরীক্ষা করার সিদ্ধান্ত নেওয়া হয়। ফলে বিজি-২০১ ফ্লাইটটি বাতিল করা হয়েছে। বিকল্প হিসেবে ঢাকা থেকে আরেকটি উড়োজাহাজ আনা হচ্ছে এবং দুপুর আড়াইটার দিকে যাত্রীদের সেই ফ্লাইটে লন্ডনে পাঠানো হবে। এ ছাড়া বিমানের ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা যায়নি।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রকৌশল বিভাগ জানায়, ক্ষতিগ্রস্ত বিমানের ইঞ্জিন ও কাঠামোগত অংশ পরীক্ষা শেষে প্রয়োজনীয় মেরামত করা হবে।

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ বলেন, ২৬২ জন যাত্রী নিয়ে বাংলাদেশ বিমানের ২০২ বিমানটি বাংলাদেশ থেকে লন্ডন যাত্রা শুরুর আগ মুহূর্তে এ ঘটনাটি ঘটে। এখনও আর্থিক ক্ষয়ক্ষতি করা সম্ভব হয়নি। যাত্রীদের নিরাপদে গন্তব্যে পৌঁছাতে বিকল্প বিমান আনা হচ্ছে। দুপুর আড়াইটায় বিমানটি যাত্রীদের নিয়ে রওনা দেবে।

Read Entire Article