একটি আধুনিক ভবনের নিরাপত্তা ও স্থায়িত্ব নির্ভর করে এর ভেতরের গোপন শক্তি— ক্যাবলসের মানের ওপর। সে ধারণাকে কেন্দ্র করে টেক জায়ান্ট ওয়ালটন ক্যাবলস নির্মাণ করেছে একটি ব্যতিক্রমধর্মী বিজ্ঞাপনচিত্র, যা ইতোমধ্যে অনলাইন ও টেলিভিশন দর্শকদের মধ্যে দারুণ সাড়া ফেলেছে।
ঢাকার নাইন এন’ হাফ স্টুডিওতে শুটিং হওয়া বিজ্ঞাপনটিতে অভিনয় করেছেন ওয়ালটন ক্যাবলসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ও ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক সিয়াম আহমেদ। বিজ্ঞাপনে তিনি একজন স্থপতির চরিত্রে, যার সঙ্গে পর্দা ভাগ করেছেন অভিনেতা আসাদুজ্জামান আসাদ। মূলত এই দুই চরিত্রের কথোপকথনের মধ্য দিয়েই এগিয়ে যায় বিজ্ঞাপনটির গল্প।
৩০ সেকেন্ড দৈর্ঘ্যের এই বিজ্ঞাপনটির পরিচালনায় ছিলেন আশিক আলম, আর চিত্রগ্রহণে ছিলেন তাহসিন রহমান। প্রযোজনায় ছিল ওয়ালটনের নিজস্ব প্রোডাকশন টিম।
বিজ্ঞাপনের গল্পে তুলে ধরা হয়েছে— কেন একটি ভবনের ব্যাকবোন হিসেবে নিরাপদ ও মানসম্মত ক্যাবল অপরিহার্য। অরক্ষিত তার ব্যবহারে শুধু স্থাপনাই নয়, মানুষের জীবনও ঝুঁকিপূর্ণ হতে পারে— এই বার্তাটি গল্পচ্ছলে ফুটিয়ে তোলা হয়েছে।

 4 days ago
                        15
                        4 days ago
                        15
                    








 English (US)  ·
                        English (US)  ·